রাজনীতির বেশে ব্যবসায় ফিরতে চান গডফাদাররা
রাজনীতিই সবকিছুর রক্ষাকবচ। ক্ষমতার দাপটের পাশাপাশি রয়েছে সম্মানও। নির্বাচিত একজন জনপ্রতিনিধি যাই করুক না কেন সেটাই বৈধ। হয়রানিরও ভয় থাকে না। রাজনীতি ও নির্বাচন নিয়ে এমন ভাবনা কক্সবাজারের টেকনাফের ইয়াবা কারবারিদের। তাঁরা মনে করেন, রাজনীতিতে আসতে পারলেই তাঁদের সব সমস্যার সমাধান হবে। তাই কারাগার থেকে ফ