বিশেষজ্ঞ মত: পশ্চিমারা শুধু সুষ্ঠু ভোট চায়, আর কিছু না
বিদেশিদের এ ধরনের সফর আগেও হয়েছে। তার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়েছে বা গণতন্ত্রের পরিবর্তন হয়েছে, তা কখনোই দেখা যায়নি, হওয়ারও কথা না। এবার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।