Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেটাই আমাদের চাওয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৫: ৫৪
সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেটাই আমাদের চাওয়া: যুক্তরাষ্ট্র

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষাও তা-ই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার (১০ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এ মন্তব্য করেন ম্যাথু মিলার। তাঁর এই ব্রিফিং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ব্রিফিংয়ে মিলারের কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন অবস্থানকে অন্য দেশের প্রতি হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে রাশিয়া, চীন ও ইরান। এ বিষয়ে আপনি কী বলবেন?

এর জবাবে মিলার বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাওয়ার জন্য কেউ সমালোচনা কেন করবে, এটা আসলেই আমি জানি না। একটা বিষয় বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। পাঁচ দশকের বেশি সময়ের পরীক্ষিত বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রেরও চাওয়া এটা।’

ম্যাথু মিলার আরও বলেন, ‘বাংলাদেশে আমরা কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি। আমাদের (যুক্তরাষ্ট্রের) নির্বাচন প্রক্রিয়া নিয়ে অন্য কোনো দেশ যখন কথা বলে, তখন আমরা সেটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখি না। আমরা সেই আলোচনাকে স্বাগত জানাই। গণতন্ত্রকে আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখি। আমরা আসলেই জানি না, অন্য কোনো দেশের এ বিষয়ে আপত্তি জানানোর কী আছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়—সফরকালে তাঁরা কি ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির বিষয়ে বৈঠক করবেন, যখন বাংলাদেশের মানুষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে?  

জবাবে ম্যাথু মিলার বলেন, ১১ থেকে ১৪ জুলাই আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীসংকট, শ্রম সমস্যা, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের বিরুদ্ধে লড়াইসহ বিভিন্ন মানবিক উদ্বেগ নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে কথা বলবেন। উজরা জেয়া বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে (ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ) মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন ও শ্রম অধিকার, সুশাসন এবং গণতন্ত্র নিয়েও কথা বলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত