৬০০ পরিবারের দারিদ্র্যমুক্তি
পীরগাছার সুবিদ রায়পাড়া গ্রামের মালতী রানীর সংসার চলত স্বামী ধীরেন্দ্র নাথ চন্দ্র রায়ের মাছ ধরার ওপর নির্ভর করে। সেই স্বামীর মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েন মালতী। কাজ নেন ধানের চাতালে। তারপরও ঘোচেনি সংসারের অভাব। শেষে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় আলোকিত জীবনের দেখ