Ajker Patrika

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪: ১০
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গতকাল বুধবার সংস্থার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দিনব্যাপী রংপুর মহানগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেট্রোপলিটন পুলিশের ছয় থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরও জানান, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সব থানার চেকপোস্ট সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধি এবং সুনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে। এ জন্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে মঙ্গলবার সারা দিনে ১০৮টি মামলা করা হয়।

এ ছাড়া আইন ও ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০টি যানবাহন আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত