সোহাগের কেলেঙ্কারির বছরে জামালদের ঘিরে নতুন আশা
আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কত কী ঘটে যায়! সেখানে ৩৬৫ দিনে জমা হয় আনন্দের অগুনতি স্মৃতি, কখনো কখনো বেদনার দৃঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে এই নতুন ধারাবাহিক। আজকের পর্বে দেশের ফুটবল নিয়ে লিখেছেন