নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিম সেইফার্টের তাণ্ডব থামালেন তানজিম হাসান সাকিব। রিশাদ হোসেন বোলিং আক্রমণে এসে বাংলাদেশকে ফেরান ম্যাচের নিয়ন্ত্রণে। উইকেট পাননি এই লেগ স্পিনার, কিন্তু কিপটে বোলিংয়ে চাপে ফেলে দেন নিউজিল্যান্ডকে। এর পরই মাউন্ট মঙ্গানুইয়ে নামে অঝোরে বৃষ্টি।
১১ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান যখন ৭২, বৃষ্টি এসে মাঠের দখল নিলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো সিরিজ জয়ের যে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল, সেই অপেক্ষা বাড়ল।
দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও অস্বস্তির কিছু নেই নাজমুল হোসেন শান্তর দলের। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এটা অন্তত নিশ্চিত হয়েছে—এই সিরিজে হারছে না বাংলাদেশ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শান্তর দল।
আগামীকাল ভোরে একই ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের মাঠে যেকোনো সংস্করণে প্রথম সিরিজ জিতবে বাংলাদেশ। কাছাকাছি এসে এই ইতিহাস গড়ার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। দলও আত্মবিশ্বাসী বলে গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন রিশাদ, ‘আমাদের সবার শতভাগ (সিরিজ জয়ের) বিশ্বাস আছে। আপনারাও আমাদের ওপর শতভাগ বিশ্বাস রাখবেন।’
প্রথম দুটি ম্যাচ শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। তবে শেষ টি-টোয়েন্টিটি শুরু হবে আগামীকাল ভোর ৬টায়। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে তৃতীয় ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা। তবে গতকালের চেয়ে সেদিন তাপমাত্রা কিছুটা বাড়বে (সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস) বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচও যদি ভেস্তে যায়, প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজ জিতে যাবে বাংলাদেশ।
তবে প্রকৃতির আনুকূল্য নিয়ে নয়, খেলেই জিততে চায় দল। রিশাদের ভাষায়, ‘আমাদের যে প্রক্রিয়া, সেটা মেনেই খেলার চেষ্টা করব। এত বড় সুযোগ পেয়েছি, চেষ্টা করব কাজে লাগানোর।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেইফার্টের ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে পাওয়ারপ্লেতেই ৫৪ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু পাওয়ারপ্লের পর বোলিংয়ে এসে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করেছিলেন রিশাদ। শেষ টি-টোয়েন্টিতেও এমন কিছুই রিশাদের কাছে চাইবে দল।
টিম সেইফার্টের তাণ্ডব থামালেন তানজিম হাসান সাকিব। রিশাদ হোসেন বোলিং আক্রমণে এসে বাংলাদেশকে ফেরান ম্যাচের নিয়ন্ত্রণে। উইকেট পাননি এই লেগ স্পিনার, কিন্তু কিপটে বোলিংয়ে চাপে ফেলে দেন নিউজিল্যান্ডকে। এর পরই মাউন্ট মঙ্গানুইয়ে নামে অঝোরে বৃষ্টি।
১১ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান যখন ৭২, বৃষ্টি এসে মাঠের দখল নিলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো সিরিজ জয়ের যে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল, সেই অপেক্ষা বাড়ল।
দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও অস্বস্তির কিছু নেই নাজমুল হোসেন শান্তর দলের। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এটা অন্তত নিশ্চিত হয়েছে—এই সিরিজে হারছে না বাংলাদেশ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শান্তর দল।
আগামীকাল ভোরে একই ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের মাঠে যেকোনো সংস্করণে প্রথম সিরিজ জিতবে বাংলাদেশ। কাছাকাছি এসে এই ইতিহাস গড়ার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। দলও আত্মবিশ্বাসী বলে গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন রিশাদ, ‘আমাদের সবার শতভাগ (সিরিজ জয়ের) বিশ্বাস আছে। আপনারাও আমাদের ওপর শতভাগ বিশ্বাস রাখবেন।’
প্রথম দুটি ম্যাচ শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। তবে শেষ টি-টোয়েন্টিটি শুরু হবে আগামীকাল ভোর ৬টায়। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে তৃতীয় ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা। তবে গতকালের চেয়ে সেদিন তাপমাত্রা কিছুটা বাড়বে (সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস) বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচও যদি ভেস্তে যায়, প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজ জিতে যাবে বাংলাদেশ।
তবে প্রকৃতির আনুকূল্য নিয়ে নয়, খেলেই জিততে চায় দল। রিশাদের ভাষায়, ‘আমাদের যে প্রক্রিয়া, সেটা মেনেই খেলার চেষ্টা করব। এত বড় সুযোগ পেয়েছি, চেষ্টা করব কাজে লাগানোর।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেইফার্টের ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে পাওয়ারপ্লেতেই ৫৪ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু পাওয়ারপ্লের পর বোলিংয়ে এসে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করেছিলেন রিশাদ। শেষ টি-টোয়েন্টিতেও এমন কিছুই রিশাদের কাছে চাইবে দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে