অস্কারের কিছু মজার তথ্য
বছর ঘুরে আবার এল অস্কারের আমেজ। সম্প্রতি ঘোষণা করা হয়েছে মনোনয়নপ্রাপ্ত ছবির তালিকা। এবারের ৯৩তম আসরের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। সিনেমাপ্রেমীরা মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেখা না দেখার হিসাব-নিকাশ। কে পাবে, কে পাবে না—তা নিয়ে যখন তুমুল আলোচনা চলমান, তখন এক ফাঁকে দেখে আসা যাক অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়