বছর ঘুরে আবার এল অস্কারের আমেজ। সম্প্রতি ঘোষণা করা হয়েছে মনোনয়নপ্রাপ্ত ছবির তালিকা। এবারের ৯৩তম আসরের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। সিনেমাপ্রেমীরা মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেখা না দেখার হিসাব-নিকাশ। কে পাবে, কে পাবে না—তা নিয়ে যখন তুমুল আলোচনা চলমান, তখন এক ফাঁকে দেখে আসা যাক অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কিছু মজার তথ্য।
অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রবর্তনের ধারণা আসে লুই বি মেয়ারের মাথায়। হলিউডের নামী প্রযোজনা সংস্থা মেট্রো-গোল্ডউইন-মেয়ার–এর তখনকার কর্ণধার ছিলেন তিনি। ১৯২৯ সালে বিখ্যাত অভিনেতা ডগলাস ফেয়ারব্যাংকস প্রথম আসরটি সঞ্চালনা করেন। আজকের মতো তেমন কোনো ডামাডোল ছিল না সেবার। এমনকি কোথাও সম্প্রচারও হয়নি সে অনুষ্ঠান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতব জিনিসপত্রের ঘাটতি দেখা দিলে অস্কারের ২৪ ক্যারেট সোনায় মোড়ানো প্রতিকৃতিতে পরিবর্তন আসে। ১৯৪৩ সালে আসরের ১৫তম সংস্করণে পুরস্কারপ্রাপ্তদের প্লাস্টারে মোড়ানো অস্কার প্রদান করা হয়।
খ্যাতনামা পরিচালক আলফ্রেড হিচকক তাঁর পরিচালনার জন্য কখনো অস্কার পাননি। অনেকে এটিকে তাঁর প্রতি অবিচার হিসেবে দেখেন। যদিও তিনি অ্যাকাডেমি থেকে সম্মাননাস্বরূপ একটি স্মারক পুরস্কার পেয়েছিলেন। সেই অস্কার হাতে নিয়ে তিনি অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে ছোট বক্তব্যটি দিলেন—‘ধন্যবাদ।' কে জানে এভাবেই তিনি প্রতিশোধ নিতে চাইলেন কিনা!
অস্কারের ইতিহাসে ওয়াল্ট ডিজনিকে কেউ টপকাতে পারবে বলে মনে হয় না। সবচেয়ে বেশি নমিনেশন নিয়ে তিনি সবচেয়ে বেশি অস্কারবিজেতা। ৬৪টি নমিনেশন নিয়ে ২৬টি অস্কার জিতে নেন তিনি।
এদিকে যেমন আছে সফলতার গল্প তেমনি পাওয়া যায় বিফলতার গল্পও। সাউন্ড মিক্সার কেভিন ও’কনেল অস্কারের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগাদের একজন। ৩৪ বছরের ক্যারিয়ারে তিনি ২০টি অস্কার মনোনয়ন পান। কিন্তু একটিতেও মেলেনি কাঙ্ক্ষিত পুরস্কার। তবে তাঁর দুর্ভাগ্যের অবসান ঘটে ২০১৬ সালে এসে। হ্যাকশ রিজ (২০১৬) ছবির সাউন্ড মিক্সিংয়ের জন্য অবশেষে তিনি বহুল প্রতীক্ষিত পুরস্কারটি পান।
হলিউডে প্রচুর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমার খোঁজ পাওয়া গেলেও কোনো সিনেমা এবং তার সিক্যুয়েল সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে—এমন রেকর্ড দুর্লভ। তবে সেই দুঃসাধ্য সাধন করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তাঁর বিখ্যাত গডফাদার ট্রিলজির প্রথম দুটি ছবি ১৯৭৩ ও ১৯৭৫ সালে ‘সেরা ছবি’ বিভাগে জিতে নেয় অস্কার পুরস্কার।
তবে অস্কারের হাজারো রেকর্ডের ভিড়ে গতবারের অস্কার আলাদা স্থানের দাবি রাখে। বং জু হো’র প্যারাসাইট প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি হিসেবে ‘সেরা ছবি’ বিভাগে অস্কার জিতে নেয় গেলবার। ছবিটি একই সঙ্গে সেরা বিদেশি ছবির পুরস্কারও হস্তগত করে।
বছর ঘুরে আবার এল অস্কারের আমেজ। সম্প্রতি ঘোষণা করা হয়েছে মনোনয়নপ্রাপ্ত ছবির তালিকা। এবারের ৯৩তম আসরের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। সিনেমাপ্রেমীরা মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেখা না দেখার হিসাব-নিকাশ। কে পাবে, কে পাবে না—তা নিয়ে যখন তুমুল আলোচনা চলমান, তখন এক ফাঁকে দেখে আসা যাক অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কিছু মজার তথ্য।
অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রবর্তনের ধারণা আসে লুই বি মেয়ারের মাথায়। হলিউডের নামী প্রযোজনা সংস্থা মেট্রো-গোল্ডউইন-মেয়ার–এর তখনকার কর্ণধার ছিলেন তিনি। ১৯২৯ সালে বিখ্যাত অভিনেতা ডগলাস ফেয়ারব্যাংকস প্রথম আসরটি সঞ্চালনা করেন। আজকের মতো তেমন কোনো ডামাডোল ছিল না সেবার। এমনকি কোথাও সম্প্রচারও হয়নি সে অনুষ্ঠান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতব জিনিসপত্রের ঘাটতি দেখা দিলে অস্কারের ২৪ ক্যারেট সোনায় মোড়ানো প্রতিকৃতিতে পরিবর্তন আসে। ১৯৪৩ সালে আসরের ১৫তম সংস্করণে পুরস্কারপ্রাপ্তদের প্লাস্টারে মোড়ানো অস্কার প্রদান করা হয়।
খ্যাতনামা পরিচালক আলফ্রেড হিচকক তাঁর পরিচালনার জন্য কখনো অস্কার পাননি। অনেকে এটিকে তাঁর প্রতি অবিচার হিসেবে দেখেন। যদিও তিনি অ্যাকাডেমি থেকে সম্মাননাস্বরূপ একটি স্মারক পুরস্কার পেয়েছিলেন। সেই অস্কার হাতে নিয়ে তিনি অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে ছোট বক্তব্যটি দিলেন—‘ধন্যবাদ।' কে জানে এভাবেই তিনি প্রতিশোধ নিতে চাইলেন কিনা!
অস্কারের ইতিহাসে ওয়াল্ট ডিজনিকে কেউ টপকাতে পারবে বলে মনে হয় না। সবচেয়ে বেশি নমিনেশন নিয়ে তিনি সবচেয়ে বেশি অস্কারবিজেতা। ৬৪টি নমিনেশন নিয়ে ২৬টি অস্কার জিতে নেন তিনি।
এদিকে যেমন আছে সফলতার গল্প তেমনি পাওয়া যায় বিফলতার গল্পও। সাউন্ড মিক্সার কেভিন ও’কনেল অস্কারের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগাদের একজন। ৩৪ বছরের ক্যারিয়ারে তিনি ২০টি অস্কার মনোনয়ন পান। কিন্তু একটিতেও মেলেনি কাঙ্ক্ষিত পুরস্কার। তবে তাঁর দুর্ভাগ্যের অবসান ঘটে ২০১৬ সালে এসে। হ্যাকশ রিজ (২০১৬) ছবির সাউন্ড মিক্সিংয়ের জন্য অবশেষে তিনি বহুল প্রতীক্ষিত পুরস্কারটি পান।
হলিউডে প্রচুর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমার খোঁজ পাওয়া গেলেও কোনো সিনেমা এবং তার সিক্যুয়েল সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে—এমন রেকর্ড দুর্লভ। তবে সেই দুঃসাধ্য সাধন করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তাঁর বিখ্যাত গডফাদার ট্রিলজির প্রথম দুটি ছবি ১৯৭৩ ও ১৯৭৫ সালে ‘সেরা ছবি’ বিভাগে জিতে নেয় অস্কার পুরস্কার।
তবে অস্কারের হাজারো রেকর্ডের ভিড়ে গতবারের অস্কার আলাদা স্থানের দাবি রাখে। বং জু হো’র প্যারাসাইট প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি হিসেবে ‘সেরা ছবি’ বিভাগে অস্কার জিতে নেয় গেলবার। ছবিটি একই সঙ্গে সেরা বিদেশি ছবির পুরস্কারও হস্তগত করে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫