কোল্ড প্লে গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে অভিনেত্রী ডাকোটা জনসনের বাগদান
ব্রিটিশ গায়ক ও কোল্ড প্লে তারকা ক্রিস মার্টিনের সঙ্গে বাগদান সেরেছেন ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত অভিনেত্রী ডাকোটা জনসন। দ্য মিরর জানিয়েছে, ৬ বছরের প্রেমের পর সম্প্রতি বাগদান সেরেছেন তাঁরা। মার্টিনের প্রাক্তন স্ত্রী, গুইনেথ প্যালট্রো এবং তাদের সন্তান অ্যাপল ও মোজেস এই দম্পতিকে তাদের আশীর্বাদ এবং শুভেচ