চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।
হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’
গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।
প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে