চলতি বছরের গুগল সার্চ বা অনুসন্ধানের ইতিহাস চলে এসেছে। আজ সোমবার ক্যালিফোর্নিয়া-ভিত্তিক টেক জায়ান্টটি ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছে এ বছরের শীর্ষ সব ঘটনা ও ট্রেন্ড। এর মধ্যে রয়েছে পপ সংস্কৃতির ‘হ্যালো, বারবেনহাইমার’, প্রিয় ব্যক্তিত্ব হারানো এবং বিশ্বব্যাপী নানা হৃদয়বিদারক সংবাদ।
চলতি বছর গুগলের আলোচিত খবরের শীর্ষে রয়েছে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ। এর পরেই রয়েছে জুন মাসে আটলান্টিক মহাসাগরের গভীরে বিধ্বস্ত ওশানগেটের টাইটান নিয়ে নানা জিজ্ঞাসা ও ফেব্রুয়ারিতে তুরস্ক-সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা।
এই বছর গুগল সার্চের শীর্ষ ব্যক্তি দামার হ্যামলিন। জানুয়ারিতে তিনি এনএফএলের ‘বাফেলো বিলে’ খেলার সময় মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর দ্বার থেকে ফিরে আসেন। এরপর মাঠে নিজের পারফর্মেন্স দেখিয়েছেন জাত খেলোয়াড়োর মতোই।
এরপরই রয়েছেন অভিনেতা জেরেমি রেনার। বছরের শুরুতে তিনি একটি গুরুতর তুষার সরানোর গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। ঘটনাটি বেশ সাঁড়া ফেলেছিল। এদিকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন প্রয়াত ম্যাথিউ পেরি এবং টিনা টার্নার।
এই বছর গুগল সার্চের মুভি ট্রেন্ডে প্রাধান্য পেয়েছে বিনোদনের জগতে ‘বার্বি’। এর পরে স্থান পেয়েছে বারবেনহাইমার কো-পাইলট ‘ওপেনহেইমার’ এবং ভারতীয় থ্রিলার ‘জওয়ান’। টিভি শো গুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে ‘দ্যা লাস্ট অব আস’, ‘বুধবার’ এবং ‘গিনি এবং জর্জিয়া’।
ইয়োসোবির ‘আইডল’ ছিল এ বছর গুগলের শীর্ষ ট্রেন্ডিং গান। এরপরই রয়েছে জেসন অ্যাল্ডিয়ানের ‘ট্রাই দ্যাট ইন এ স্মল টাউন’ এবং শাকিরা-বিজারাপের যৌথ প্রযোজনা ‘বিজরপ মিউজিক সেশনস, ভলিউম-৫৩ ’।
এখানেই শেষ নয়। গুগল সার্চ তালিকা আরও অনেক ভাগেই বিভক্ত করেছে। এসবের মধ্যে বিবিমবাপ ছিল টপ ট্রেন্ডিং রেসিপি। আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি সিএফ গুগল স্পোর্টস ট্রেন্ডের শীর্ষে ছিল। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকই গুগলকে জিজ্ঞেস করেছেন কেন ডিম খাওয়া উচিৎ, টেলর সুইফটের টিকিট কখন পাওয়া যাবে এবং শ্রীরাচা বোতল কেন অত্যন্ত দামী। আর এই বছর গুগলে নতুন গালি ‘রিজ’ শব্দটি সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে। শব্দটি সম্প্রতি অক্সফোর্ডের বছরের সেরা শব্দের তালিকাতেও স্থান পেয়েছে।
আপনি চাইলে গুগলের ‘ইয়ার ইন সার্চ’ আর্কাইভে প্রবেশ করে দেশভিত্তিক বিভিন্ন তালিকা এবং বিগত বছরের প্রবণতাসহ আরও নানা তথ্য খুঁজে পেতে পারেন। সংস্থাটি বলছে, তারা এই বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ২০২৩ সালের সার্চের ফলাফলের ওপর ভিত্তি করে এই তালিকা করেছে।
বছর শেষে এমন বার্ষিক অনুসন্ধানের তালিকা শুধু গুগলই প্রকাশ করে না। অক্সফোর্ড অভিধান থেকে সঙ্গীত স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই নিজেদের তালিকা প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, গত সপ্তাহে উইকিপিডিয়া বছরের শেষে সবচেয়ে বেশিবার দেখা এন্ট্রির তালিকা প্রকাশ করেছে, যেখানে চ্যাটজিপিটি সর্বাগ্রে স্থান পেয়েছে।
সার্চ ইঞ্জিন গুগল নিজের ২৫ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন নির্দিষ্ট বিভাগ জুড়ে ‘সর্বকালের শীর্ষ’ অনুসন্ধান তালিকাও প্রকাশ করেছে। ২০০৪ সাল থেকে (যখন কোম্পানিটি প্রথম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়) সর্বকালের সর্বাধিক গুগলড গ্র্যামি বিজয়ী হলেন বিয়ন্সে। আর পর্তুগিজ ফুটবল দেবতা ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বাধিক অনুসন্ধান করা ক্রীড়াবিদ এবং সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্র বা টিভি চরিত্র হলো ‘হ্যারি পটার।’
চলতি বছরের গুগল সার্চ বা অনুসন্ধানের ইতিহাস চলে এসেছে। আজ সোমবার ক্যালিফোর্নিয়া-ভিত্তিক টেক জায়ান্টটি ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছে এ বছরের শীর্ষ সব ঘটনা ও ট্রেন্ড। এর মধ্যে রয়েছে পপ সংস্কৃতির ‘হ্যালো, বারবেনহাইমার’, প্রিয় ব্যক্তিত্ব হারানো এবং বিশ্বব্যাপী নানা হৃদয়বিদারক সংবাদ।
চলতি বছর গুগলের আলোচিত খবরের শীর্ষে রয়েছে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ। এর পরেই রয়েছে জুন মাসে আটলান্টিক মহাসাগরের গভীরে বিধ্বস্ত ওশানগেটের টাইটান নিয়ে নানা জিজ্ঞাসা ও ফেব্রুয়ারিতে তুরস্ক-সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা।
এই বছর গুগল সার্চের শীর্ষ ব্যক্তি দামার হ্যামলিন। জানুয়ারিতে তিনি এনএফএলের ‘বাফেলো বিলে’ খেলার সময় মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর দ্বার থেকে ফিরে আসেন। এরপর মাঠে নিজের পারফর্মেন্স দেখিয়েছেন জাত খেলোয়াড়োর মতোই।
এরপরই রয়েছেন অভিনেতা জেরেমি রেনার। বছরের শুরুতে তিনি একটি গুরুতর তুষার সরানোর গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। ঘটনাটি বেশ সাঁড়া ফেলেছিল। এদিকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন প্রয়াত ম্যাথিউ পেরি এবং টিনা টার্নার।
এই বছর গুগল সার্চের মুভি ট্রেন্ডে প্রাধান্য পেয়েছে বিনোদনের জগতে ‘বার্বি’। এর পরে স্থান পেয়েছে বারবেনহাইমার কো-পাইলট ‘ওপেনহেইমার’ এবং ভারতীয় থ্রিলার ‘জওয়ান’। টিভি শো গুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে ‘দ্যা লাস্ট অব আস’, ‘বুধবার’ এবং ‘গিনি এবং জর্জিয়া’।
ইয়োসোবির ‘আইডল’ ছিল এ বছর গুগলের শীর্ষ ট্রেন্ডিং গান। এরপরই রয়েছে জেসন অ্যাল্ডিয়ানের ‘ট্রাই দ্যাট ইন এ স্মল টাউন’ এবং শাকিরা-বিজারাপের যৌথ প্রযোজনা ‘বিজরপ মিউজিক সেশনস, ভলিউম-৫৩ ’।
এখানেই শেষ নয়। গুগল সার্চ তালিকা আরও অনেক ভাগেই বিভক্ত করেছে। এসবের মধ্যে বিবিমবাপ ছিল টপ ট্রেন্ডিং রেসিপি। আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি সিএফ গুগল স্পোর্টস ট্রেন্ডের শীর্ষে ছিল। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকই গুগলকে জিজ্ঞেস করেছেন কেন ডিম খাওয়া উচিৎ, টেলর সুইফটের টিকিট কখন পাওয়া যাবে এবং শ্রীরাচা বোতল কেন অত্যন্ত দামী। আর এই বছর গুগলে নতুন গালি ‘রিজ’ শব্দটি সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে। শব্দটি সম্প্রতি অক্সফোর্ডের বছরের সেরা শব্দের তালিকাতেও স্থান পেয়েছে।
আপনি চাইলে গুগলের ‘ইয়ার ইন সার্চ’ আর্কাইভে প্রবেশ করে দেশভিত্তিক বিভিন্ন তালিকা এবং বিগত বছরের প্রবণতাসহ আরও নানা তথ্য খুঁজে পেতে পারেন। সংস্থাটি বলছে, তারা এই বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ২০২৩ সালের সার্চের ফলাফলের ওপর ভিত্তি করে এই তালিকা করেছে।
বছর শেষে এমন বার্ষিক অনুসন্ধানের তালিকা শুধু গুগলই প্রকাশ করে না। অক্সফোর্ড অভিধান থেকে সঙ্গীত স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই নিজেদের তালিকা প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, গত সপ্তাহে উইকিপিডিয়া বছরের শেষে সবচেয়ে বেশিবার দেখা এন্ট্রির তালিকা প্রকাশ করেছে, যেখানে চ্যাটজিপিটি সর্বাগ্রে স্থান পেয়েছে।
সার্চ ইঞ্জিন গুগল নিজের ২৫ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন নির্দিষ্ট বিভাগ জুড়ে ‘সর্বকালের শীর্ষ’ অনুসন্ধান তালিকাও প্রকাশ করেছে। ২০০৪ সাল থেকে (যখন কোম্পানিটি প্রথম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়) সর্বকালের সর্বাধিক গুগলড গ্র্যামি বিজয়ী হলেন বিয়ন্সে। আর পর্তুগিজ ফুটবল দেবতা ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বাধিক অনুসন্ধান করা ক্রীড়াবিদ এবং সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্র বা টিভি চরিত্র হলো ‘হ্যারি পটার।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে