আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর পথ চলাটা যেন রোলার কোস্টারের মতো। পারফরম্যান্সের কারণে দলে যেন থিতুই হতে পারছেন না। জাতীয় দলে আছেন তাই আসা-যাওয়ার মধ্যে। শান্তকে নিয়ে তাই আলাপ-আলোচনাটা একটু বেশিই। তবে শান্ত মনে করেন, তাঁকে নিয়ে আলোচনা করা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।
প্রায় দুই মাসের বিরতির পর এই অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শান্ত। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ বলে করেছিলেন ৩৩ রান। সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত চারটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচে ৭৬ বলে করেছেন ৮১ রান, স্ট্রাইকরেট ১০৬.৫৭। আজ হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে ২৫ রান করেছেন।
ডট বল বেশি খেলে কম স্ট্রাইকরেটে ব্যাটিং করায় শান্তকে নিয়ে আলোচনা চলছেই। ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরত্বপূর্ণ না। আমরা এই ম্যাচটা জিতেছি এটা বেশি গুরত্বপূর্ণ। খুব ভালো একটা শুরু হয়েছে। আশা করব সামনের ম্যাচেও এটা ধরে রাখতে পারব।’
ওপেনিং যেন বাংলাদেশের আরেক দু: শ্চিন্তার নাম। খুব দ্রুতই ভেঙে যায় উদ্বোধনী জুটি। এ বছর টি-টোয়েন্টিতে যে ১৭ ম্যাচ খেলেছে, তাতে কোনো জুটিই পঞ্চাশ পেরোয়নি। সর্বোচ্চ ৪৩ রানের উদ্বোধনী জুটি হয়েছে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩১ বলে ৪৩ রানের জুটিটা গড়েছেন শান্ত-সৌম্য সরকার। এটা বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে কি না সে ব্যাপারে শান্তর বক্তব্য, ‘এই পুরো সফরে নেতিবাচক কোনো কিছুই চিন্তা করছি না। টপ অর্ডারে ভালো একটা শুরু পেয়েছি আমরা আশা করব সামনের ম্যাচেও এরকম ভালো কিছু হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর পথ চলাটা যেন রোলার কোস্টারের মতো। পারফরম্যান্সের কারণে দলে যেন থিতুই হতে পারছেন না। জাতীয় দলে আছেন তাই আসা-যাওয়ার মধ্যে। শান্তকে নিয়ে তাই আলাপ-আলোচনাটা একটু বেশিই। তবে শান্ত মনে করেন, তাঁকে নিয়ে আলোচনা করা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।
প্রায় দুই মাসের বিরতির পর এই অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শান্ত। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ বলে করেছিলেন ৩৩ রান। সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত চারটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচে ৭৬ বলে করেছেন ৮১ রান, স্ট্রাইকরেট ১০৬.৫৭। আজ হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে ২৫ রান করেছেন।
ডট বল বেশি খেলে কম স্ট্রাইকরেটে ব্যাটিং করায় শান্তকে নিয়ে আলোচনা চলছেই। ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরত্বপূর্ণ না। আমরা এই ম্যাচটা জিতেছি এটা বেশি গুরত্বপূর্ণ। খুব ভালো একটা শুরু হয়েছে। আশা করব সামনের ম্যাচেও এটা ধরে রাখতে পারব।’
ওপেনিং যেন বাংলাদেশের আরেক দু: শ্চিন্তার নাম। খুব দ্রুতই ভেঙে যায় উদ্বোধনী জুটি। এ বছর টি-টোয়েন্টিতে যে ১৭ ম্যাচ খেলেছে, তাতে কোনো জুটিই পঞ্চাশ পেরোয়নি। সর্বোচ্চ ৪৩ রানের উদ্বোধনী জুটি হয়েছে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩১ বলে ৪৩ রানের জুটিটা গড়েছেন শান্ত-সৌম্য সরকার। এটা বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে কি না সে ব্যাপারে শান্তর বক্তব্য, ‘এই পুরো সফরে নেতিবাচক কোনো কিছুই চিন্তা করছি না। টপ অর্ডারে ভালো একটা শুরু পেয়েছি আমরা আশা করব সামনের ম্যাচেও এরকম ভালো কিছু হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫