যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’
অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’
হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’
অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’
হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে