নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয় টি–টোয়েন্টিতেও বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। লো স্কোরিং ম্যাচে তরুণ আফিফ হোসেন-নুরুল হাসানের পাশাপাশি অভিজ্ঞ সাকিব আল হাসান–মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদইল্লাহ রিয়াদ জানিয়েছেন, সাকিব–মোস্তাফিজ দেখিয়েছে, তারা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
গতকাল বাংলাদেশকে জয়ের ভিতটা গড়ে দিযেছেন বোলাররা। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। সাকিব ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সাকিবের অবদান ১৭ বলে ২৬ রান যেটা বাংলাদেশকে এগিয়ে যেতে বেশ সহায়তা করেছে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ শেষে তাই সাকিব–মোস্তাফিজকে কৃতিত্ব দিতে ভোলেননি। অধিনায়ক বলেছেন, ‘বোলাররা খুব ভালো করেছে। ১২১ রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছে। সে দেখিয়েছে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের কন্ডিশনে সব সময় মোস্তাফিজের সেরাটা পাওয়া যায়। এমন কন্ডিশনে ও বেশ কার্যকর। শরিফুল খুব ভালো বোলিং করেছে। যারা বোলিং করেছে, তাদের সবাই ভালো করেছে।’
১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.২ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ হোসেন আর নুরুল হাসান সোহান যেভাবে জিতিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখে। মাহমুদউল্লাহ জানিয়েছেন, ড্রেসিংরুম বেশ চাপিয়েই পড়েছিল। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দলের প্রয়োজনের সময় আফিফ ও সোহান এগিয়ে এসেছে, এটা খুবই ইতিবাচক। তারা যে পরিণত, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর চাপটা ড্রেসিংরুমেও পড়তে শুরু করেছিল। আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে, সেটা দলের জন্য স্বস্তি এনে দিয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয় টি–টোয়েন্টিতেও বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। লো স্কোরিং ম্যাচে তরুণ আফিফ হোসেন-নুরুল হাসানের পাশাপাশি অভিজ্ঞ সাকিব আল হাসান–মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদইল্লাহ রিয়াদ জানিয়েছেন, সাকিব–মোস্তাফিজ দেখিয়েছে, তারা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
গতকাল বাংলাদেশকে জয়ের ভিতটা গড়ে দিযেছেন বোলাররা। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। সাকিব ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সাকিবের অবদান ১৭ বলে ২৬ রান যেটা বাংলাদেশকে এগিয়ে যেতে বেশ সহায়তা করেছে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ শেষে তাই সাকিব–মোস্তাফিজকে কৃতিত্ব দিতে ভোলেননি। অধিনায়ক বলেছেন, ‘বোলাররা খুব ভালো করেছে। ১২১ রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছে। সে দেখিয়েছে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের কন্ডিশনে সব সময় মোস্তাফিজের সেরাটা পাওয়া যায়। এমন কন্ডিশনে ও বেশ কার্যকর। শরিফুল খুব ভালো বোলিং করেছে। যারা বোলিং করেছে, তাদের সবাই ভালো করেছে।’
১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.২ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ হোসেন আর নুরুল হাসান সোহান যেভাবে জিতিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখে। মাহমুদউল্লাহ জানিয়েছেন, ড্রেসিংরুম বেশ চাপিয়েই পড়েছিল। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দলের প্রয়োজনের সময় আফিফ ও সোহান এগিয়ে এসেছে, এটা খুবই ইতিবাচক। তারা যে পরিণত, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর চাপটা ড্রেসিংরুমেও পড়তে শুরু করেছিল। আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে, সেটা দলের জন্য স্বস্তি এনে দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫