২০০৭ থেকে ২০১৯—টানা চার ওয়ানডে বিশ্বকাপ খেলার পর এবারই খেলা হচ্ছে না তামিম ইকবালের। এবারের বিশ্বকাপে তাঁর (তামিম) না খেলা নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। আর তামিমের প্রসঙ্গ এখন মানানসই নয় বলে মনে করছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ধর্মশালায় শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ আফগানিস্তান বলেই এসেছে তামিমের প্রসঙ্গ। যেখানে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার আফগানদের বিপক্ষে ক্যারিয়ারের শেষ চার ওয়ানডে খেলেছেন। শেষ চার ওয়ানডেতে ৭৮ বলে করেছেন ৪৪ রান, স্ট্রাইক রেট ৫৬.৭১ ও গড় ১১। চার ম্যাচেই তিনি আউট হয়েছেন ফজলহক ফারুকির বলে। যেখানে ফারুকি বিশ্বকাপে থাকলেও নেই তামিম। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছে, ‘ফারুকি-তামিমের মধ্যে লড়াই হবে না। এটা আপনার জন্য স্বস্তিদায়ক?’ বাংলাদেশ প্রধান কোচ উত্তর দিয়েছেন, ‘এটা অবান্তর প্রশ্ন। আপনি এমন কারও কথা জিজ্ঞাসা করছেন যে এখানে নাই। তাই আমি বলতে পারব না, এটা আমার জন্য স্বস্তি দায়ক কি না। ফারুকি ভালো বোলার। গত দুই বছর ধরে আফগানিস্তানের হয়ে সে দারুণ খেলছে। যারা এখানে আছে, তাদের সবাইকে আমাদের যথার্থ সম্মান দিতে হবে।’
তামিমকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হয় ২৬ সেপ্টেম্বর। আর বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছিল ২৭ সেপ্টেম্বর। দল ছাড়ার পরই তিনি নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের এক ভিডিও বার্তা দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ওপেনার নিজের ফিটনেস ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
২০০৭ থেকে ২০১৯—টানা চার ওয়ানডে বিশ্বকাপ খেলার পর এবারই খেলা হচ্ছে না তামিম ইকবালের। এবারের বিশ্বকাপে তাঁর (তামিম) না খেলা নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। আর তামিমের প্রসঙ্গ এখন মানানসই নয় বলে মনে করছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ধর্মশালায় শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ আফগানিস্তান বলেই এসেছে তামিমের প্রসঙ্গ। যেখানে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার আফগানদের বিপক্ষে ক্যারিয়ারের শেষ চার ওয়ানডে খেলেছেন। শেষ চার ওয়ানডেতে ৭৮ বলে করেছেন ৪৪ রান, স্ট্রাইক রেট ৫৬.৭১ ও গড় ১১। চার ম্যাচেই তিনি আউট হয়েছেন ফজলহক ফারুকির বলে। যেখানে ফারুকি বিশ্বকাপে থাকলেও নেই তামিম। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছে, ‘ফারুকি-তামিমের মধ্যে লড়াই হবে না। এটা আপনার জন্য স্বস্তিদায়ক?’ বাংলাদেশ প্রধান কোচ উত্তর দিয়েছেন, ‘এটা অবান্তর প্রশ্ন। আপনি এমন কারও কথা জিজ্ঞাসা করছেন যে এখানে নাই। তাই আমি বলতে পারব না, এটা আমার জন্য স্বস্তি দায়ক কি না। ফারুকি ভালো বোলার। গত দুই বছর ধরে আফগানিস্তানের হয়ে সে দারুণ খেলছে। যারা এখানে আছে, তাদের সবাইকে আমাদের যথার্থ সম্মান দিতে হবে।’
তামিমকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হয় ২৬ সেপ্টেম্বর। আর বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছিল ২৭ সেপ্টেম্বর। দল ছাড়ার পরই তিনি নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের এক ভিডিও বার্তা দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ওপেনার নিজের ফিটনেস ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫