এক সময়ের সতীর্থ থেকে তারপর কোচ—খেলাধুলার জগতে এমন ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট, ফুটবলে সময়ের পরিক্রমায় খেলোয়াড়দের ভূমিকা বদলে যায়। সতীর্থ থেকে সম্পর্কটা বদলে তখন হয়ে দাঁড়ায় গুরু-শিষ্যের।
আন্দ্রে অ্যাডামস যখন গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ হলেন, তখন সাকিব আল হাসানের নামটা চলে এসেছে। কীভাবেই সাকিবের নাম চলে এল, সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১২ বছর পেছনে। ২০১২ সালে যখন প্রথমবার বিপিএল শুরু হয়, তখন খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক ছিলেন সাকিব। সাকিবের নেতৃত্বাধীন খুলনা দলে তখন খেলেন অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসার এই একবারই খেলেন বিপিএল। সেবার তিনি খেলেন ৩ ম্যাচ।
পেস বোলিং কোচ হওয়ায় অ্যাডামসের সঙ্গে সাকিবকে কাজ করতে হবে না। তবে ড্রেসিংরুম, ডাগআউটে বসা হবে গুরু-শিষ্যের পরিচয়ে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগে অ্যাডামসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কয়েক দিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২-২৩ মৌসুমের সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের পরিক্রমায় এবার চলছে দশম বিপিএল। ১২ বছরের বিপিএল ক্যারিয়ারে সাকিব খেলেন ১১২ ম্যাচ। খেলেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ১৪৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলেও ব্যাটে-বলে তিনি আছেন দারুণ ছন্দে। ৬.১৫ ইকোনিমতে নেন ১৭ উইকেট। ব্যাটিংয়ে ১৬১.৭৮ স্ট্রাইকরেটে করেন ২৫৪ রান। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ফরচুন বরিশাল খেলবে রংপুরের বিপক্ষে।
বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপর ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেখানে টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো দলেই সাকিবের জায়গা হয়নি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার অপেক্ষা বাড়ল। গত বছরের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ।
২০০১ থেকে ২০০৭—নিউজিল্যান্ডের জার্সিতে ৬ বছর খেলেন অ্যাডামস। কিউইদের হয়ে ১ টেস্ট, ৪ টি-টোয়েন্টির সঙ্গে খেলেন ৪২ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচের ক্যারিয়ারে নেন ৬২ উইকেট। যার মধ্যে ওয়ানডেতেই নেন ৫৩ উইকেট। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে অ্যাডামস খেলেছেন ৭১ ম্যাচ। সর্বশেষ ২০২৩ সালে অকল্যান্ডের হয়ে খেলেন স্বীকৃত টি-টোয়েন্টি। প্রতিপক্ষ ছিল ওয়েলিংটন।
এক সময়ের সতীর্থ থেকে তারপর কোচ—খেলাধুলার জগতে এমন ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট, ফুটবলে সময়ের পরিক্রমায় খেলোয়াড়দের ভূমিকা বদলে যায়। সতীর্থ থেকে সম্পর্কটা বদলে তখন হয়ে দাঁড়ায় গুরু-শিষ্যের।
আন্দ্রে অ্যাডামস যখন গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ হলেন, তখন সাকিব আল হাসানের নামটা চলে এসেছে। কীভাবেই সাকিবের নাম চলে এল, সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১২ বছর পেছনে। ২০১২ সালে যখন প্রথমবার বিপিএল শুরু হয়, তখন খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক ছিলেন সাকিব। সাকিবের নেতৃত্বাধীন খুলনা দলে তখন খেলেন অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসার এই একবারই খেলেন বিপিএল। সেবার তিনি খেলেন ৩ ম্যাচ।
পেস বোলিং কোচ হওয়ায় অ্যাডামসের সঙ্গে সাকিবকে কাজ করতে হবে না। তবে ড্রেসিংরুম, ডাগআউটে বসা হবে গুরু-শিষ্যের পরিচয়ে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগে অ্যাডামসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কয়েক দিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২-২৩ মৌসুমের সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের পরিক্রমায় এবার চলছে দশম বিপিএল। ১২ বছরের বিপিএল ক্যারিয়ারে সাকিব খেলেন ১১২ ম্যাচ। খেলেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ১৪৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলেও ব্যাটে-বলে তিনি আছেন দারুণ ছন্দে। ৬.১৫ ইকোনিমতে নেন ১৭ উইকেট। ব্যাটিংয়ে ১৬১.৭৮ স্ট্রাইকরেটে করেন ২৫৪ রান। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ফরচুন বরিশাল খেলবে রংপুরের বিপক্ষে।
বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপর ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেখানে টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো দলেই সাকিবের জায়গা হয়নি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার অপেক্ষা বাড়ল। গত বছরের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ।
২০০১ থেকে ২০০৭—নিউজিল্যান্ডের জার্সিতে ৬ বছর খেলেন অ্যাডামস। কিউইদের হয়ে ১ টেস্ট, ৪ টি-টোয়েন্টির সঙ্গে খেলেন ৪২ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচের ক্যারিয়ারে নেন ৬২ উইকেট। যার মধ্যে ওয়ানডেতেই নেন ৫৩ উইকেট। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে অ্যাডামস খেলেছেন ৭১ ম্যাচ। সর্বশেষ ২০২৩ সালে অকল্যান্ডের হয়ে খেলেন স্বীকৃত টি-টোয়েন্টি। প্রতিপক্ষ ছিল ওয়েলিংটন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫