ক্রীড়া ডেস্ক
কয়েক ঘণ্টার ব্যবধানেই হংকং ক্রিকেট সিক্সেসে বাংলাদেশের পারফরম্যান্সে দেখা গেল আকাশ-পাতাল ব্যবধান। সকালে ওমানকে নিয়ে বাংলাদেশ রীতিমতো ছেলেখেলা করেছিল। এই ম্যাচে রানের বন্যা বইয়ে দেওয়ার পরের ম্যাচে আর সেভাবে দাপট দেখাতে পারেনি বাংলাদেশ।
মংককে ওমানের বিপক্ষে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রান করেছিল বাংলাদেশ। যা হংকং ক্রিকেট সিক্সেসের ইতিহাসে যৌথ সর্বোচ্চ স্কোর। ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রানও করতে পারেনি। মংককেই ১৮ রানে লঙ্কানদের কাছে হেরে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ইয়াসির। প্রথমে ব্যাটিং পেয়ে লঙ্কানরা নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে করে ১০৭ রান। জিসান আলম এই ম্যাচেও ২ উইকেট নিয়েছেন। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নিয়েছেন জিসান। ১ ওভার বোলিং করে খরচ করেন মাত্র ৬ রান। লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন লিহুরু মাদুশঙ্ক। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কা মারেন। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া এই ব্যাটার অপরাজিত থাকেন।
১০৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে ইয়াসিরকে বোল্ড করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। ২ বলে ৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক। জিসান এই ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় তিনি করেন ২৭ রান। তিনে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫টি বিশাল ছক্কার পাশাপাশি একটি চারও মারেন। শেষ পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ব্যাটিংয়ে যেমন তাণ্ডব চালিয়েছেন জিসান, বোলিংয়েও দেখিয়েছেন ভেলকি। ১ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষ দুই বলে ওমানের দুই ব্যাটার জিতেন ও শুয়াইব আল বালুশিকে ফিরিয়েছেন জিশান। ওমান নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১১৩ রান। বাংলাদেশের ৩৪ রানের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন জিশান।
২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে এখন পয়েন্ট তালিকায় দুইয়েই থাকল বাংলাদেশ। ইয়াসিরের দলের নেট রানরেট +১.৩৩৩। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। লঙ্কানদের নেট রানরেট +৪.৫০৭। গ্রুপের অপর দল ওমান দুই ম্যাচের দুটিতেই হেরেছে।
হংকং ক্রিকেট সিক্সেসে বাংলাদেশের সঙ্গে যৌথ সর্বোচ্চ রানের কীর্তি অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া আজই করেছে ১৪৭ রান। বাংলাদেশ যখন আজ ওমানের বিপক্ষে ১৪৭ রান করেছিল, সেই ম্যাচে সাইফউদ্দিন, জিসান এই দুই ব্যাটার ফিফটি করেছিলেন। দুই ব্যাটারের ব্যাট থেকেই আসে ৫৫ রান। দুজনেই ১২ বল করে খেলেছেন।
হংকং ক্রিকেট সিক্সেসে দলীয় সর্বোচ্চ ৫ স্কোর
স্কোর দল প্রতিপক্ষ তারিখ
১৪৭ বাংলাদেশ ওমান ১ নভেম্বর ২০২৪
১৪৭ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ নভেম্বর ২০২৪
১২৮ পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ১ নভেম্বর ২০২৪
১২৭ হংকং নিউজিল্যান্ড ১ নভেম্বর ২০২৪
১২৪ নিউজিল্যান্ড সিলেক্ট অস্ট্রেলিয়া ২৯ অক্টোবর ২০১৭
কয়েক ঘণ্টার ব্যবধানেই হংকং ক্রিকেট সিক্সেসে বাংলাদেশের পারফরম্যান্সে দেখা গেল আকাশ-পাতাল ব্যবধান। সকালে ওমানকে নিয়ে বাংলাদেশ রীতিমতো ছেলেখেলা করেছিল। এই ম্যাচে রানের বন্যা বইয়ে দেওয়ার পরের ম্যাচে আর সেভাবে দাপট দেখাতে পারেনি বাংলাদেশ।
মংককে ওমানের বিপক্ষে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রান করেছিল বাংলাদেশ। যা হংকং ক্রিকেট সিক্সেসের ইতিহাসে যৌথ সর্বোচ্চ স্কোর। ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রানও করতে পারেনি। মংককেই ১৮ রানে লঙ্কানদের কাছে হেরে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ইয়াসির। প্রথমে ব্যাটিং পেয়ে লঙ্কানরা নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে করে ১০৭ রান। জিসান আলম এই ম্যাচেও ২ উইকেট নিয়েছেন। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নিয়েছেন জিসান। ১ ওভার বোলিং করে খরচ করেন মাত্র ৬ রান। লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন লিহুরু মাদুশঙ্ক। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কা মারেন। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া এই ব্যাটার অপরাজিত থাকেন।
১০৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে ইয়াসিরকে বোল্ড করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। ২ বলে ৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক। জিসান এই ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় তিনি করেন ২৭ রান। তিনে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫টি বিশাল ছক্কার পাশাপাশি একটি চারও মারেন। শেষ পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ব্যাটিংয়ে যেমন তাণ্ডব চালিয়েছেন জিসান, বোলিংয়েও দেখিয়েছেন ভেলকি। ১ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষ দুই বলে ওমানের দুই ব্যাটার জিতেন ও শুয়াইব আল বালুশিকে ফিরিয়েছেন জিশান। ওমান নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১১৩ রান। বাংলাদেশের ৩৪ রানের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন জিশান।
২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে এখন পয়েন্ট তালিকায় দুইয়েই থাকল বাংলাদেশ। ইয়াসিরের দলের নেট রানরেট +১.৩৩৩। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। লঙ্কানদের নেট রানরেট +৪.৫০৭। গ্রুপের অপর দল ওমান দুই ম্যাচের দুটিতেই হেরেছে।
হংকং ক্রিকেট সিক্সেসে বাংলাদেশের সঙ্গে যৌথ সর্বোচ্চ রানের কীর্তি অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া আজই করেছে ১৪৭ রান। বাংলাদেশ যখন আজ ওমানের বিপক্ষে ১৪৭ রান করেছিল, সেই ম্যাচে সাইফউদ্দিন, জিসান এই দুই ব্যাটার ফিফটি করেছিলেন। দুই ব্যাটারের ব্যাট থেকেই আসে ৫৫ রান। দুজনেই ১২ বল করে খেলেছেন।
হংকং ক্রিকেট সিক্সেসে দলীয় সর্বোচ্চ ৫ স্কোর
স্কোর দল প্রতিপক্ষ তারিখ
১৪৭ বাংলাদেশ ওমান ১ নভেম্বর ২০২৪
১৪৭ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ নভেম্বর ২০২৪
১২৮ পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ১ নভেম্বর ২০২৪
১২৭ হংকং নিউজিল্যান্ড ১ নভেম্বর ২০২৪
১২৪ নিউজিল্যান্ড সিলেক্ট অস্ট্রেলিয়া ২৯ অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে