ক্রীড়া ডেস্ক
প্রথম দিনের অর্ধেক চলে গিয়েছিল বৃষ্টির পেটে। টস হয়েছিল অনেক দেরিতে। খেলা হয়েছে এক সেশনের মতন। তবে এমন নিরুত্তাপ দিনেও স্বস্তি ছিল না বাংলাদেশের মনে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই যে ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা!
প্রথম দিন বাংলাদেশ ব্যাট করেছে ৩০ ওভার। দিন পার করে ২ উইকেটে ৬৯ রান নিয়ে। তার মধ্যে ৫০ রানই ছিল সাদমান ইসলামের। আজ শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দ্বিতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি ওপেনার। এবারও একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে হলো তাঁকে।
রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯.১ ওভারে ৬ উইকেটে করেছে ১০৮ রান। ব্যাটিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১১) ও তাইজুল ইসলাম (১)।
ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি এবার স্যাবাইনা পার্কেও। আজ দিনের নবম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারী দল। দিনে নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে দিপুকে বোল্ড করেন শামার জোসেফ। আগেরদিনের ১২ রানের সঙ্গে দিপু যোগ করতে পারেন আর ১০ রান।
প্রথম দিনের দুই উইকেট—মাহমুদুল হাসান জয় (৩) ও মুমিনুল হককে (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন পেসার কিমার রোচ। এদিন পেসাররা সুইং পেলেও গতকাল তেমন সুইং ছিল না ক্যারিবীয় পেসারদের বোলিংয়ে। তারপরও বাংলাদেশি ব্যাটাররা রান করতেই হিমশিম খেয়েছেন। উইকেটে ব্যাট ঠেকিয়ে রাখতে চেয়েও পারেননি।
আজ ৩ উইকেট নিয়েছেন শামার। তার মধ্যে বাংলাদেশকে আরও চাপে ফেলে আরেক পেসার জেইডেন সিলসের ওভারে ফিরে যান উইকেটরক্ষক লিটন দাস (১)। ৮৩ থেকে ৯৮—এই ১৫ রানের মধ্যে সফরকারীরা হারায় ৪ উইকেট। লিটনের বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগে শামারকে উইকেট উপহার দেন জাকের আলী অনিক (১)। সতীর্থদের আসা যাওয়া দেখে যেন তর সয়নি দেয়াল হয়ে থাকা সাদমানেরও। শামারের বল তাঁর ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার গ্লাভসে। ফেরার আগে সাদমান ১৩৭ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান।
প্রথম দিনের অর্ধেক চলে গিয়েছিল বৃষ্টির পেটে। টস হয়েছিল অনেক দেরিতে। খেলা হয়েছে এক সেশনের মতন। তবে এমন নিরুত্তাপ দিনেও স্বস্তি ছিল না বাংলাদেশের মনে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই যে ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা!
প্রথম দিন বাংলাদেশ ব্যাট করেছে ৩০ ওভার। দিন পার করে ২ উইকেটে ৬৯ রান নিয়ে। তার মধ্যে ৫০ রানই ছিল সাদমান ইসলামের। আজ শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দ্বিতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি ওপেনার। এবারও একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে হলো তাঁকে।
রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯.১ ওভারে ৬ উইকেটে করেছে ১০৮ রান। ব্যাটিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১১) ও তাইজুল ইসলাম (১)।
ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি এবার স্যাবাইনা পার্কেও। আজ দিনের নবম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারী দল। দিনে নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে দিপুকে বোল্ড করেন শামার জোসেফ। আগেরদিনের ১২ রানের সঙ্গে দিপু যোগ করতে পারেন আর ১০ রান।
প্রথম দিনের দুই উইকেট—মাহমুদুল হাসান জয় (৩) ও মুমিনুল হককে (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন পেসার কিমার রোচ। এদিন পেসাররা সুইং পেলেও গতকাল তেমন সুইং ছিল না ক্যারিবীয় পেসারদের বোলিংয়ে। তারপরও বাংলাদেশি ব্যাটাররা রান করতেই হিমশিম খেয়েছেন। উইকেটে ব্যাট ঠেকিয়ে রাখতে চেয়েও পারেননি।
আজ ৩ উইকেট নিয়েছেন শামার। তার মধ্যে বাংলাদেশকে আরও চাপে ফেলে আরেক পেসার জেইডেন সিলসের ওভারে ফিরে যান উইকেটরক্ষক লিটন দাস (১)। ৮৩ থেকে ৯৮—এই ১৫ রানের মধ্যে সফরকারীরা হারায় ৪ উইকেট। লিটনের বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগে শামারকে উইকেট উপহার দেন জাকের আলী অনিক (১)। সতীর্থদের আসা যাওয়া দেখে যেন তর সয়নি দেয়াল হয়ে থাকা সাদমানেরও। শামারের বল তাঁর ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার গ্লাভসে। ফেরার আগে সাদমান ১৩৭ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫