নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্মান ‘বাঁচানোর’ লড়াইয়েও টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শেষ টি–টোয়েন্টিতে দুই দলের একাদশেই আজ পরিবর্তন এসেছে। বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরও বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পরিবর্তন এনে একাধিক পরীক্ষা–নিরীক্ষা করেছে পাকিস্তান। সিরিজ জয় হয়ে যাওয়ায় এবার নতুনদের বাজিয়ে দেখার সুযোগটাও নিচ্ছে বাবর আজমের দল। শেষ ম্যাচের একাদশে তাদের পরিবর্তন চারটি।
বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার শহীদুল ইসলামের। একাদশে সুযোগ পাওয়া বাকি দুজন হলেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান ও শরীফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় অভিষেক হচ্ছে একটা সময় অন্যের জুতো ধার করে ট্রায়াল দেওয়া সিন্ধ প্রদেশের দরিদ্রপীড়িত পরিবারের সন্তান শাহনেওয়াজ ধানির। আগেই জানা গিয়েছিল, একমাত্র ছেলের অসুস্থতার খবরে ম্যাচ শুরুর আগেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন শোয়েব মালিক। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ অলরাউন্ডার নেই একাদশে। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, সাদাব খানদের। অনেক দিন পর দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সুযোগ পেয়েছেন লেগ স্পিনার উসমান কাদিরও।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, শামীম হোসেন ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, উসমান কাদির, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ ধানি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও উসমান কাদির।
সম্মান ‘বাঁচানোর’ লড়াইয়েও টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শেষ টি–টোয়েন্টিতে দুই দলের একাদশেই আজ পরিবর্তন এসেছে। বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরও বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পরিবর্তন এনে একাধিক পরীক্ষা–নিরীক্ষা করেছে পাকিস্তান। সিরিজ জয় হয়ে যাওয়ায় এবার নতুনদের বাজিয়ে দেখার সুযোগটাও নিচ্ছে বাবর আজমের দল। শেষ ম্যাচের একাদশে তাদের পরিবর্তন চারটি।
বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার শহীদুল ইসলামের। একাদশে সুযোগ পাওয়া বাকি দুজন হলেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান ও শরীফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় অভিষেক হচ্ছে একটা সময় অন্যের জুতো ধার করে ট্রায়াল দেওয়া সিন্ধ প্রদেশের দরিদ্রপীড়িত পরিবারের সন্তান শাহনেওয়াজ ধানির। আগেই জানা গিয়েছিল, একমাত্র ছেলের অসুস্থতার খবরে ম্যাচ শুরুর আগেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন শোয়েব মালিক। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ অলরাউন্ডার নেই একাদশে। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, সাদাব খানদের। অনেক দিন পর দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সুযোগ পেয়েছেন লেগ স্পিনার উসমান কাদিরও।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, শামীম হোসেন ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, উসমান কাদির, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ ধানি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও উসমান কাদির।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫