নিজস্ব প্রতিবেদক
একাত্তরের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও কলো অধ্যায় হয়ে আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর যে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে, সেটি ইতিহাসে বিরল। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে জাতি।
একাত্তরের ওই গণহত্যায় পাকিস্তানকে অনেকবার ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ সরকার। কিন্তু পাকিস্তান সরকারের তরফ থেকে এ ব্যাপারে কখনো ইতিবাচক সাড়া দিতে দেখা যায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই পাকিস্তান ক্রিকেট দল যখন বাংলাদেশ সফর করছে, তখন এ দাবি ফের সামনে এনেছেন এক বাংলাদেশি দর্শক।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৌহিদ রিয়াদ নামে ওই দর্শক হাতে একটি ব্যানার নিয়ে গ্যালারিতে আসেন। তাতে লেখা ছিল, ‘১৯৭১-এর গণহত্যায় পাকিস্তানকে অপরাধ স্বীকার করতে হবে।’
তৌহিদের সেই দাবি জানানোর ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাইলে তৌহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কারও চাপে পড়ে নই, কাজটি আমি দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই করেছি। আমার কাছে মনে হয়েছে দাবি জানানোর এটাই (গ্যালারি) সঠিক জায়গা।’
তৌহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।
একাত্তরের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও কলো অধ্যায় হয়ে আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর যে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে, সেটি ইতিহাসে বিরল। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে জাতি।
একাত্তরের ওই গণহত্যায় পাকিস্তানকে অনেকবার ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ সরকার। কিন্তু পাকিস্তান সরকারের তরফ থেকে এ ব্যাপারে কখনো ইতিবাচক সাড়া দিতে দেখা যায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই পাকিস্তান ক্রিকেট দল যখন বাংলাদেশ সফর করছে, তখন এ দাবি ফের সামনে এনেছেন এক বাংলাদেশি দর্শক।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৌহিদ রিয়াদ নামে ওই দর্শক হাতে একটি ব্যানার নিয়ে গ্যালারিতে আসেন। তাতে লেখা ছিল, ‘১৯৭১-এর গণহত্যায় পাকিস্তানকে অপরাধ স্বীকার করতে হবে।’
তৌহিদের সেই দাবি জানানোর ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাইলে তৌহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কারও চাপে পড়ে নই, কাজটি আমি দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই করেছি। আমার কাছে মনে হয়েছে দাবি জানানোর এটাই (গ্যালারি) সঠিক জায়গা।’
তৌহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫