নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুই দলের লড়াইটাও হয়েছে দুর্দান্ত। তবে সাদা বলের ক্রিকেটের লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি দুই এশিয়ার দলের টেস্ট ম্যাচে। সিলেটে প্রথম টেস্টে বরং মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। হতাশাজনক পারফরম্যান্সে তাই চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট গতকাল চারদিনেই শেষ হয়েছে। স্বাগতিকেরা হেরে গেছে ৩২৮ রানে। এখানে লঙ্কান বোলারদের যতটা কৃতিত্ব রয়েছে, বাংলাদেশের ব্যাটারদের দায়ও কোনো অংশে কম নয়। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়—দুই টপ অর্ডার ব্যাটারের কেউই কোনো ইনিংসে পারেননি ২০ পেরোতে। এছাড়া দলের বিপদে দায়িত্বজ্ঞানহীন শটে গোল্ডেন ডাক মেরেছেন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসেই আউট হয়েছেন দুই অঙ্কে পৌঁছানোর আগেই। ব্যাটারদের দিকে তাই আঙুল তুলেছেন পাপন। স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে আজ মিরপুরে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে জিতবই, এমন আত্মবিশ্বাস আসলেই ছিল না। সমস্যাটা হচ্ছে তারা যেভাবে হেরেছে, তারা যেভাবে খেলেছে। তাদের মন মানসিকতা, শট নির্বাচন জঘন্য ছিল। এরা কেউ বাচ্চা ছেলে না যে সব বলে দিতে হবে।’
বিপদে যে শ্রীলঙ্কা পড়েনি, তা নয়। তবে লঙ্কানরা বিপদ সামাল দিতে পেরেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে তাঁরা (ধনাঞ্জয়া-কামিন্দু) গড়েন ২০২ রানের জুটি। প্রথম ইনিংসে দুজনে যেমন সেঞ্চুরি পেয়েছেন, দ্বিতীয় ইনিংসেও ছুঁয়েছেন তিন অঙ্ক। তাঁরা দুজনে মিলে করেন ৪৭৬ রান। বাংলাদেশ পুরো টেস্টেই করেছে ৩৭০ রান। পাপন বলেন, ‘৫টা উইকেট তাদেরও পড়ছে, আমাদেরও পড়ছে। আমাদের পড়ার পর একেবারে শেষ হয়ে যাচ্ছি, তারা ঘুরে দাঁড়াচ্ছে। এটাই তো টেস্ট। এত ঠান্ডা মাথায় তারা খেলল। একটা না, দুই দুইটা ইনিংস। এখানেই আমাদের ঘাটতি রয়েছে।’
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে হারিয়েই শ্রীলঙ্কা পেয়েছে প্রথম জয়। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার গত বছরের ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবশেষ ম্যাচ।
আরও পড়ুন: ১ বছর পর ফিরলেন সাকিব, বাদ মুশফিক-হৃদয়
লিটনকে ছুটিতে পাঠালে ভালো হতো, মনে করছেন পাপন
ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুই দলের লড়াইটাও হয়েছে দুর্দান্ত। তবে সাদা বলের ক্রিকেটের লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি দুই এশিয়ার দলের টেস্ট ম্যাচে। সিলেটে প্রথম টেস্টে বরং মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। হতাশাজনক পারফরম্যান্সে তাই চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট গতকাল চারদিনেই শেষ হয়েছে। স্বাগতিকেরা হেরে গেছে ৩২৮ রানে। এখানে লঙ্কান বোলারদের যতটা কৃতিত্ব রয়েছে, বাংলাদেশের ব্যাটারদের দায়ও কোনো অংশে কম নয়। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়—দুই টপ অর্ডার ব্যাটারের কেউই কোনো ইনিংসে পারেননি ২০ পেরোতে। এছাড়া দলের বিপদে দায়িত্বজ্ঞানহীন শটে গোল্ডেন ডাক মেরেছেন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসেই আউট হয়েছেন দুই অঙ্কে পৌঁছানোর আগেই। ব্যাটারদের দিকে তাই আঙুল তুলেছেন পাপন। স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে আজ মিরপুরে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে জিতবই, এমন আত্মবিশ্বাস আসলেই ছিল না। সমস্যাটা হচ্ছে তারা যেভাবে হেরেছে, তারা যেভাবে খেলেছে। তাদের মন মানসিকতা, শট নির্বাচন জঘন্য ছিল। এরা কেউ বাচ্চা ছেলে না যে সব বলে দিতে হবে।’
বিপদে যে শ্রীলঙ্কা পড়েনি, তা নয়। তবে লঙ্কানরা বিপদ সামাল দিতে পেরেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে তাঁরা (ধনাঞ্জয়া-কামিন্দু) গড়েন ২০২ রানের জুটি। প্রথম ইনিংসে দুজনে যেমন সেঞ্চুরি পেয়েছেন, দ্বিতীয় ইনিংসেও ছুঁয়েছেন তিন অঙ্ক। তাঁরা দুজনে মিলে করেন ৪৭৬ রান। বাংলাদেশ পুরো টেস্টেই করেছে ৩৭০ রান। পাপন বলেন, ‘৫টা উইকেট তাদেরও পড়ছে, আমাদেরও পড়ছে। আমাদের পড়ার পর একেবারে শেষ হয়ে যাচ্ছি, তারা ঘুরে দাঁড়াচ্ছে। এটাই তো টেস্ট। এত ঠান্ডা মাথায় তারা খেলল। একটা না, দুই দুইটা ইনিংস। এখানেই আমাদের ঘাটতি রয়েছে।’
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে হারিয়েই শ্রীলঙ্কা পেয়েছে প্রথম জয়। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার গত বছরের ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবশেষ ম্যাচ।
আরও পড়ুন: ১ বছর পর ফিরলেন সাকিব, বাদ মুশফিক-হৃদয়
লিটনকে ছুটিতে পাঠালে ভালো হতো, মনে করছেন পাপন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫