ক্রীড়া ডেস্ক
নাজমুল হোসেন শান্ত ততক্ষণে সেঞ্চুরি পেয়ে গেছেন। সেই সেঞ্চুরিতে মুশফিকুর রহিমের উদ্যাপন ছিল দেখার মতো। তবে তাঁর সেঞ্চুরির জন্য অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। সতীর্থরা তো বটেই, এমনকি ভক্ত-সমর্থকেরাও তাঁর তিন অঙ্ক দেখতে মুখিয়ে ছিলেন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন, তখন বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৪৫ রান। উইকেটে এসে মুশফিক ঠেকিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার তারিন্দু রত্নায়েকের হ্যাটট্রিক। যেখানে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন রত্নায়েকে। ধীরেসুস্থে এগোতে থাকা মুশফিক ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৭৬ বলে। যেখানে ৮৬তম ওভারের তৃতীয় বলে আসিথা ফার্নান্দোকে ডিফেন্স করতে যান মুশফিক। এজ হওয়া বল কোনোমতে স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে গেছে। বেঁচে যাওয়া মুশফিক দ্রুত সিঙ্গেল নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। শুধু সেঞ্চুরিই নয়, বাংলাদেশের তারকা ক্রিকেটার যেন ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়ে রাখলেন।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান—দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৬০ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। ২০১৩ সালে গলে এসেছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ডাবল সেঞ্চুরি। এটা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিও। অসাধারণ এই কীর্তির পর মুশফিক হেলমেট খুলে উদ্যাপন করেছিলেন। ৩২১ বলে ২২ চার ও ১ ছক্কায় ২০০ রান করেছিলেন তিনি।
গলে এখন পর্যন্ত মাত্র তৃতীয় টেস্ট খেলছেন মুশফিক। শ্রীলঙ্কার এই ভেন্যুতে অল্প ম্যাচ খেললেই দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। তিন টেস্টের চার ইনিংসে এখন পর্যন্ত তাঁর রান ৪০৩। টেস্টে ভেন্যু হিসেবে মুশফিকের সর্বোচ্চ ১৩৫ গড় এই গলেই। তবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাঁর সবচেয়ে রান মিরপুর শেরেবাংলায়। মিরপুরে তাঁর রান ১৮৫৫। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯৯ রান করেন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। মুশফিকের রানের হিসেবে গল আছে তিন নম্বরে।
গলে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বিপদে পড়া বাংলাদেশ এরপর দিশা খুঁজে পায় শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে এরই মধ্যে ২৪৭ রানের রেকর্ড জুটি গড়ে ফেলেছেন তাঁরা।
মুশফিকের হয়তোবা এটাই শেষবারের মতো শ্রীলঙ্কা সফর। এখন পর্যন্ত ৯৭ টেস্ট খেলা মুশফিকের ৩৮ বছর হয়ে গেছে। ওয়ানডে, টি-টোয়েন্টির পর ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও দ্রুত অবসর নিতে পারেন বাংলাদেশি এই ক্রিকেটার।
নাজমুল হোসেন শান্ত ততক্ষণে সেঞ্চুরি পেয়ে গেছেন। সেই সেঞ্চুরিতে মুশফিকুর রহিমের উদ্যাপন ছিল দেখার মতো। তবে তাঁর সেঞ্চুরির জন্য অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। সতীর্থরা তো বটেই, এমনকি ভক্ত-সমর্থকেরাও তাঁর তিন অঙ্ক দেখতে মুখিয়ে ছিলেন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন, তখন বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৪৫ রান। উইকেটে এসে মুশফিক ঠেকিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার তারিন্দু রত্নায়েকের হ্যাটট্রিক। যেখানে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন রত্নায়েকে। ধীরেসুস্থে এগোতে থাকা মুশফিক ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৭৬ বলে। যেখানে ৮৬তম ওভারের তৃতীয় বলে আসিথা ফার্নান্দোকে ডিফেন্স করতে যান মুশফিক। এজ হওয়া বল কোনোমতে স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে গেছে। বেঁচে যাওয়া মুশফিক দ্রুত সিঙ্গেল নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। শুধু সেঞ্চুরিই নয়, বাংলাদেশের তারকা ক্রিকেটার যেন ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়ে রাখলেন।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান—দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৬০ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। ২০১৩ সালে গলে এসেছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ডাবল সেঞ্চুরি। এটা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিও। অসাধারণ এই কীর্তির পর মুশফিক হেলমেট খুলে উদ্যাপন করেছিলেন। ৩২১ বলে ২২ চার ও ১ ছক্কায় ২০০ রান করেছিলেন তিনি।
গলে এখন পর্যন্ত মাত্র তৃতীয় টেস্ট খেলছেন মুশফিক। শ্রীলঙ্কার এই ভেন্যুতে অল্প ম্যাচ খেললেই দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। তিন টেস্টের চার ইনিংসে এখন পর্যন্ত তাঁর রান ৪০৩। টেস্টে ভেন্যু হিসেবে মুশফিকের সর্বোচ্চ ১৩৫ গড় এই গলেই। তবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাঁর সবচেয়ে রান মিরপুর শেরেবাংলায়। মিরপুরে তাঁর রান ১৮৫৫। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯৯ রান করেন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। মুশফিকের রানের হিসেবে গল আছে তিন নম্বরে।
গলে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বিপদে পড়া বাংলাদেশ এরপর দিশা খুঁজে পায় শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে এরই মধ্যে ২৪৭ রানের রেকর্ড জুটি গড়ে ফেলেছেন তাঁরা।
মুশফিকের হয়তোবা এটাই শেষবারের মতো শ্রীলঙ্কা সফর। এখন পর্যন্ত ৯৭ টেস্ট খেলা মুশফিকের ৩৮ বছর হয়ে গেছে। ওয়ানডে, টি-টোয়েন্টির পর ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও দ্রুত অবসর নিতে পারেন বাংলাদেশি এই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে