নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আম্পায়ারিং। শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে গেছেন সাকিব আল হাসান। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার।
শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনে সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।
টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময় টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।
সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফিরে গেলেন ড্রেসিংরুমে।
সাকিব দ্রুত ফিরে যাওয়ায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একটু চাপে পড়েছে। ১৪.৩ ওভারে ৪ উইকেটে তাদের রান ৯৭। ১৮ রানের মধ্যেই পড়েছে ৩ উইকেট।
ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এই সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আম্পায়ারিং। শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে গেছেন সাকিব আল হাসান। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার।
শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনে সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।
টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময় টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।
সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফিরে গেলেন ড্রেসিংরুমে।
সাকিব দ্রুত ফিরে যাওয়ায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একটু চাপে পড়েছে। ১৪.৩ ওভারে ৪ উইকেটে তাদের রান ৯৭। ১৮ রানের মধ্যেই পড়েছে ৩ উইকেট।
ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এই সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫