ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানান দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে মিল রেখেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’
ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না। তবে আঘা নিশ্চিত করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এই তিন ক্রিকেটার, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যেকোনো সময় যেকোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’
সালমান জানান, ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং এই দলকেই বিশ্বকাপ পর্যন্ত পর্যায়ক্রমে খেলানো হবে। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘শাহিন, বাবর ও রিজওয়ান—এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানান দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে মিল রেখেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’
ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না। তবে আঘা নিশ্চিত করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এই তিন ক্রিকেটার, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যেকোনো সময় যেকোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’
সালমান জানান, ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং এই দলকেই বিশ্বকাপ পর্যন্ত পর্যায়ক্রমে খেলানো হবে। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘শাহিন, বাবর ও রিজওয়ান—এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে