আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বিশ্রামে আছেন তামিম ইকবাল। ছুটিতে থাকলেও তাঁকে নিয়ে আলোচনা তো থেমে নেই। ফিরলেও ওয়ানডেতে তামিম অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশাই যেন আজ দূর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
৫ জুলাই হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রথম ওয়ানডের পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছিলেন তামিম। এরপর আপৎকালীন অধিনায়ক করা হয়েছে সহ-অধিনায়ক লিটন দাসকে। এরপর ৭ জুলাই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফেরেন তামিম। অবসর ভাঙলেও এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এ কারণে লিটনকেই তাই আফগান সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে।
এদিকে তামিমের অবসর ভেঙে ফেরার রেশ কাটতে না-কাটতেই আইসিসি তাদের ওয়েবসাইটে ২০২৩ বিশ্বকাপের সম্ভাব্য অধিনায়কদের নাম প্রকাশ করেছিল। যার মধ্যে ছিলেন তামিমও। পাপনের বক্তব্যে যেন আইসিসির এই কথারই ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ দলের টিম হোটেলে আজ বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ, সে দুটি ম্যাচে লিটন দাস অধিনায়ক ছিল। এখন তামিম যদি ফেরে, তামিম হবে। আর যদি না ফেরে, তাহলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না, সে কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। না জেনে মন্তব্য করা কঠিন। আমরা চাই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।’
পাপন আরও বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্য কী বলার। দুই বছর তো সে যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই তার অন্য কিছু আছে। এখন সে বলছে, একজন ডাক্তার দেখিয়েছে। সে (ডাক্তার) বলেছে, ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বিশ্রামে আছেন তামিম ইকবাল। ছুটিতে থাকলেও তাঁকে নিয়ে আলোচনা তো থেমে নেই। ফিরলেও ওয়ানডেতে তামিম অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশাই যেন আজ দূর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
৫ জুলাই হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রথম ওয়ানডের পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছিলেন তামিম। এরপর আপৎকালীন অধিনায়ক করা হয়েছে সহ-অধিনায়ক লিটন দাসকে। এরপর ৭ জুলাই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফেরেন তামিম। অবসর ভাঙলেও এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এ কারণে লিটনকেই তাই আফগান সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে।
এদিকে তামিমের অবসর ভেঙে ফেরার রেশ কাটতে না-কাটতেই আইসিসি তাদের ওয়েবসাইটে ২০২৩ বিশ্বকাপের সম্ভাব্য অধিনায়কদের নাম প্রকাশ করেছিল। যার মধ্যে ছিলেন তামিমও। পাপনের বক্তব্যে যেন আইসিসির এই কথারই ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ দলের টিম হোটেলে আজ বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ, সে দুটি ম্যাচে লিটন দাস অধিনায়ক ছিল। এখন তামিম যদি ফেরে, তামিম হবে। আর যদি না ফেরে, তাহলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না, সে কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। না জেনে মন্তব্য করা কঠিন। আমরা চাই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।’
পাপন আরও বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্য কী বলার। দুই বছর তো সে যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই তার অন্য কিছু আছে। এখন সে বলছে, একজন ডাক্তার দেখিয়েছে। সে (ডাক্তার) বলেছে, ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫