নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি।
মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে, তাতে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা কখন শুরু হবে তা বলার উপায় নেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট কাভারে ঢাকা। সিলেটের পারিপার্শ্বিক আবহাওয়াও কোনো সুখবর দিতে পারছে না। তবে এরই মধ্যে দুই দলই মাঠে এসে পৌঁছেছে।
শুধু আজই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বৃষ্টি নেমেছিল। তখনো উইকেট কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি তখন ন্যুনতম বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথম দুই দিন নির্বিঘ্নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট হয়েছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশ গতকাল তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিকেরা এখনো ২৫ রানে পিছিয়ে।
আরও পড়ুন:
সিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি।
মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে, তাতে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা কখন শুরু হবে তা বলার উপায় নেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট কাভারে ঢাকা। সিলেটের পারিপার্শ্বিক আবহাওয়াও কোনো সুখবর দিতে পারছে না। তবে এরই মধ্যে দুই দলই মাঠে এসে পৌঁছেছে।
শুধু আজই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বৃষ্টি নেমেছিল। তখনো উইকেট কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি তখন ন্যুনতম বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথম দুই দিন নির্বিঘ্নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট হয়েছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশ গতকাল তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিকেরা এখনো ২৫ রানে পিছিয়ে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫