নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকালে এশিয়া কাপের দল ঘোষণা করে যেন একরকম নাটকীয়তাও শেষ করলেন মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে দল ঘোষণার শেষ দিন ছিল আজ।
গত কিছুদিন থেকে আলোচনায় থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলে সুযোগ পাননি। ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স করে চমক ছিলেন তানজিদ হাসান তামিম। তামিম ইকবালের বিকল্প হওয়ার দৌড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ বাঁহাতি ব্যাটার ছিলেন আলোচনায়। এখন বড় মঞ্চ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তিনি। তাই সকালে দল ঘোষণার সময় জুনিয়র তামিমই ছিলেন বড় চমক।
দল পেয়ে সময়ক্ষেপণ করলেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিরপুরে নেমে পড়লেন অনুশীলনে। কোচিং-স্টাফ সবাই যোগ দিয়েছেন দলের সঙ্গে। গতকাল পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ফিরেই আজ তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের দিয়েছেন দীক্ষা।
খেলোয়াড়দের শরীর গরমের পর চমক দিয়েই যেন স্কিল ক্যাম্পের শুরুটা করলেন হাথুরুসিংহে। ম্যাচের আবহে ‘পাওয়ারপ্লে’ অনুশীলন চলল পুরো সময় (৪ ঘণ্টার বেশি)। গত কদিন ধরে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটও পাওয়ারপ্লেতে ফিল্ডিং অনুশীলন করিয়েছেন ক্রিকেটারদের। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ শেখ মেহেদী হাসান-নাসুম আহমেদদের ক্লাস নিয়েছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ের ধরন নিয়ে।
ওয়ানডে সংস্করণে নতুন বলে পাওয়ার প্লের প্রথম ১০ ওভার টপ অর্ডার ব্যাটারদের মোকাবিলা করতে হয়। আরেকটি পাওয়ারপ্লে সাধারণত ৩০ ওভারের পরেই নিজেদের সুবিধা মতো নিয়ে থাকে ব্যাটিং দল। ওই সময় লোয়ার অর্ডার ব্যাটাররা উইকেটে থাকার সম্ভাবনাও থাকে বেশি। পাওয়ারপ্লে সুবিধা কীভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কাজে লাগানো যায়, সেটি ছিল হাথুরুর আজকের ক্লাসের সারাংশ।
শুরুতে তামিম ও নাঈম শেখরা মোকাবিলা করলেন হাসানদের। বোলিং প্রান্তে দাঁড়িয়ে শিষ্যদের ডেলিভারি দেখে সমস্যার সমাধান দিচ্ছিলেন ডোনাল্ড। আর শিখিয়ে দিচ্ছিলেন পাওয়ারপ্লেতে ভালো বল করার টোটকা।
এ সময় সহকারী কোচ নিকোলাস পোথাস বনে গেলেন আম্পায়ার, ম্যাকডারমট হলেন লেগ আম্পায়ার। স্টাম্পের গোড়ায় দাঁড়িয়ে পোথাসও পরামর্শ দিচ্ছিলেন ব্যাটারদের। ফিল্ডিংয়ে কারো ত্রুটি দেখলে ফিল্ডারদের বোঝাচ্ছিলেন ম্যাকডারমট। হেরাথও ছিলেন মাঠের ৩০ গজের ভিতরে। স্পিনাররা বোলিংয়ে এলে, তিনিও যাচ্ছেন বোলিং প্রান্তে।
বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছিলেন হাথুরুসিংহে। সেখান থেকেই একে একে তামিম-সাইফ হাসানদের পরামর্শ দিয়ে যাচ্ছিলেন তিনি। এক অনুশীলনেই যেন অনেক কিছুর স্বাদ।
ওয়ার্কলোড বুঝতে জিপিএস কিট পরে বোলিং করেছিলেন সুস্থ হয়ে ফেরা হাসান ও তাসকিন। স্ট্রাইকে থাকা নাঈমের জন্য প্রথম বলটা করলেন হাসান, এর পর তাসকিন। নাঈম ও তামিম রান নিয়ে প্রান্ত বদল করলেও হাসান ও তাসকিনের বোলিং চলল এক বল পর পর পরিবর্তন হয়ে। পরে যোগ দিলেন মোস্তাফিজুর রহমানও। বোলাররা নাঈমকে আউট করতে না পারলেও তাসকিন এলবিডব্লুর ফাঁদে শুরুতে ফেরান জুনিয়র তামিমকে।
ড্রেসিংরুমের দিকে পথ ধরলেও স্ট্রেট বাউন্ডারিতে দাঁড়ানো হাথুরু ডাক দিলেন তামিমকে। গতিপথ বদলে গুরুর কাছে গিয়ে বেশ কিছুক্ষণ সময় পরামর্শ নিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে শান্ত দ্রুত বোল্ড হয়ে ফিরলেন তাসকিনের বলে। পরে আবারও নামলেন তামিম ও শান্ত। তামিম অবশ্য পরেও ক্যাচ আউট হয়েছিলেন। শেখ মেহেদী, রিশাদ, মাঝে ভারতীয় লেগ স্পিনার কারাপ্পাক জিয়াসও বল করলেন।
বিরতির পর শুরু হয়, ৩০ গজের বাইরে চার ফিল্ডার বাইরে রেখে শেষ পাওয়ার প্লের অনুশীলন। লোয়ার অর্ডারে ব্যাটিং করা মুশফিকুর রহিম ও শামীম হোসেনকে দিয়ে শুরু। দুজনই দুর্দান্ত ব্যাটিং করেছেন। শামীমের ব্যাটে মার খেয়ে নাসুম অবশ্য এক ওভারে দিয়েছেন ১৯ রান। আফিফও ছিলেন অপরাজিত। পরে শেখ মেহেদী, মিরাজ ও তাসকিনরাও ব্যাটিং করেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এ যেন বাংলাদেশ দলের অন্যরকম এক প্রস্তুতি।
সকালে এশিয়া কাপের দল ঘোষণা করে যেন একরকম নাটকীয়তাও শেষ করলেন মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে দল ঘোষণার শেষ দিন ছিল আজ।
গত কিছুদিন থেকে আলোচনায় থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলে সুযোগ পাননি। ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স করে চমক ছিলেন তানজিদ হাসান তামিম। তামিম ইকবালের বিকল্প হওয়ার দৌড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ বাঁহাতি ব্যাটার ছিলেন আলোচনায়। এখন বড় মঞ্চ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তিনি। তাই সকালে দল ঘোষণার সময় জুনিয়র তামিমই ছিলেন বড় চমক।
দল পেয়ে সময়ক্ষেপণ করলেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিরপুরে নেমে পড়লেন অনুশীলনে। কোচিং-স্টাফ সবাই যোগ দিয়েছেন দলের সঙ্গে। গতকাল পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ফিরেই আজ তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের দিয়েছেন দীক্ষা।
খেলোয়াড়দের শরীর গরমের পর চমক দিয়েই যেন স্কিল ক্যাম্পের শুরুটা করলেন হাথুরুসিংহে। ম্যাচের আবহে ‘পাওয়ারপ্লে’ অনুশীলন চলল পুরো সময় (৪ ঘণ্টার বেশি)। গত কদিন ধরে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটও পাওয়ারপ্লেতে ফিল্ডিং অনুশীলন করিয়েছেন ক্রিকেটারদের। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ শেখ মেহেদী হাসান-নাসুম আহমেদদের ক্লাস নিয়েছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ের ধরন নিয়ে।
ওয়ানডে সংস্করণে নতুন বলে পাওয়ার প্লের প্রথম ১০ ওভার টপ অর্ডার ব্যাটারদের মোকাবিলা করতে হয়। আরেকটি পাওয়ারপ্লে সাধারণত ৩০ ওভারের পরেই নিজেদের সুবিধা মতো নিয়ে থাকে ব্যাটিং দল। ওই সময় লোয়ার অর্ডার ব্যাটাররা উইকেটে থাকার সম্ভাবনাও থাকে বেশি। পাওয়ারপ্লে সুবিধা কীভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কাজে লাগানো যায়, সেটি ছিল হাথুরুর আজকের ক্লাসের সারাংশ।
শুরুতে তামিম ও নাঈম শেখরা মোকাবিলা করলেন হাসানদের। বোলিং প্রান্তে দাঁড়িয়ে শিষ্যদের ডেলিভারি দেখে সমস্যার সমাধান দিচ্ছিলেন ডোনাল্ড। আর শিখিয়ে দিচ্ছিলেন পাওয়ারপ্লেতে ভালো বল করার টোটকা।
এ সময় সহকারী কোচ নিকোলাস পোথাস বনে গেলেন আম্পায়ার, ম্যাকডারমট হলেন লেগ আম্পায়ার। স্টাম্পের গোড়ায় দাঁড়িয়ে পোথাসও পরামর্শ দিচ্ছিলেন ব্যাটারদের। ফিল্ডিংয়ে কারো ত্রুটি দেখলে ফিল্ডারদের বোঝাচ্ছিলেন ম্যাকডারমট। হেরাথও ছিলেন মাঠের ৩০ গজের ভিতরে। স্পিনাররা বোলিংয়ে এলে, তিনিও যাচ্ছেন বোলিং প্রান্তে।
বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছিলেন হাথুরুসিংহে। সেখান থেকেই একে একে তামিম-সাইফ হাসানদের পরামর্শ দিয়ে যাচ্ছিলেন তিনি। এক অনুশীলনেই যেন অনেক কিছুর স্বাদ।
ওয়ার্কলোড বুঝতে জিপিএস কিট পরে বোলিং করেছিলেন সুস্থ হয়ে ফেরা হাসান ও তাসকিন। স্ট্রাইকে থাকা নাঈমের জন্য প্রথম বলটা করলেন হাসান, এর পর তাসকিন। নাঈম ও তামিম রান নিয়ে প্রান্ত বদল করলেও হাসান ও তাসকিনের বোলিং চলল এক বল পর পর পরিবর্তন হয়ে। পরে যোগ দিলেন মোস্তাফিজুর রহমানও। বোলাররা নাঈমকে আউট করতে না পারলেও তাসকিন এলবিডব্লুর ফাঁদে শুরুতে ফেরান জুনিয়র তামিমকে।
ড্রেসিংরুমের দিকে পথ ধরলেও স্ট্রেট বাউন্ডারিতে দাঁড়ানো হাথুরু ডাক দিলেন তামিমকে। গতিপথ বদলে গুরুর কাছে গিয়ে বেশ কিছুক্ষণ সময় পরামর্শ নিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে শান্ত দ্রুত বোল্ড হয়ে ফিরলেন তাসকিনের বলে। পরে আবারও নামলেন তামিম ও শান্ত। তামিম অবশ্য পরেও ক্যাচ আউট হয়েছিলেন। শেখ মেহেদী, রিশাদ, মাঝে ভারতীয় লেগ স্পিনার কারাপ্পাক জিয়াসও বল করলেন।
বিরতির পর শুরু হয়, ৩০ গজের বাইরে চার ফিল্ডার বাইরে রেখে শেষ পাওয়ার প্লের অনুশীলন। লোয়ার অর্ডারে ব্যাটিং করা মুশফিকুর রহিম ও শামীম হোসেনকে দিয়ে শুরু। দুজনই দুর্দান্ত ব্যাটিং করেছেন। শামীমের ব্যাটে মার খেয়ে নাসুম অবশ্য এক ওভারে দিয়েছেন ১৯ রান। আফিফও ছিলেন অপরাজিত। পরে শেখ মেহেদী, মিরাজ ও তাসকিনরাও ব্যাটিং করেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এ যেন বাংলাদেশ দলের অন্যরকম এক প্রস্তুতি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫