১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।
ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’
নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।
ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’
নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫