নিজস্ব প্রতিবেদক, শারজা থেকে
আজ সাপ্তাহিক কিংবা সরকারি কোনো ছুটি নয় শারজায়। তবু তপ্ত দুপুরে স্টেডিয়ামের দিকে মানুষের স্রোত। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মূল্যবান কর্মঘণ্টা ফেলে এসেছেন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখতে।
মাদারীপুরের শারজা-প্রবাসী আব্দুল আজিজ শারজায় থাকেন তিন বছর হলো। স্টেডিয়ামের ঢোকার পথে তাঁর কাছে যেমন জানতে চাওয়া হলো, এই যে মূল্যবান কর্মঘণ্টা ফেলে খেলা দেখতে এলেন, এতে সমস্যা হবে না? ‘সমস্যা একটু তো হয়ই। কিন্তু বাংলাদেশের ম্যাচের কাছে সেটা কিছুই নয়। শারজায় বাংলাদেশ ম্যাচ খেলছে, সেটা না দেখলে হয় নাকি!’ —বলছিলেন আজিজ। একই উত্তর মিলল তাঁর পাশে থাকা কুমিল্লার প্রবাসী তুষারের কাছ থেকেও।
তুষার-আজিজই শুধু নন, আজ শারজায় আসা অধিকাংশ বাংলাদেশি দর্শকদের কাছ থেকে একই উত্তর মিলবে। তাঁদের একটাই চাওয়া, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ উজ্জ্বল করবে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা। আবেগের একটা বিষয় তো আছেই, বাংলাদেশি দর্শকেরা আজ বিশেষ আত্মবিশ্বাসী হচ্ছে আরেকটি কারণে। তাঁরা মনে করেন, সাকিব আল হাসানের নেতৃত্বে এই বাংলাদেশ দারুণ খেলবে।
এশিয়া কাপ অভিযানের শুরুতেই ভাগ্যের ছোঁয়া পেয়েছেন সাকিব। টস জিতে নিয়েছেন ব্যাটিং। সাকিব টস জিততেই গর্জন উঠেছে প্রায় ভরে ওঠা শারজার গ্যালারি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলে আজ মূল্যবান কর্মঘণ্টা ছেড়ে খেলা দেখতে আসাটা স্বার্থকই হবে তাঁদের।
আজ সাপ্তাহিক কিংবা সরকারি কোনো ছুটি নয় শারজায়। তবু তপ্ত দুপুরে স্টেডিয়ামের দিকে মানুষের স্রোত। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মূল্যবান কর্মঘণ্টা ফেলে এসেছেন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখতে।
মাদারীপুরের শারজা-প্রবাসী আব্দুল আজিজ শারজায় থাকেন তিন বছর হলো। স্টেডিয়ামের ঢোকার পথে তাঁর কাছে যেমন জানতে চাওয়া হলো, এই যে মূল্যবান কর্মঘণ্টা ফেলে খেলা দেখতে এলেন, এতে সমস্যা হবে না? ‘সমস্যা একটু তো হয়ই। কিন্তু বাংলাদেশের ম্যাচের কাছে সেটা কিছুই নয়। শারজায় বাংলাদেশ ম্যাচ খেলছে, সেটা না দেখলে হয় নাকি!’ —বলছিলেন আজিজ। একই উত্তর মিলল তাঁর পাশে থাকা কুমিল্লার প্রবাসী তুষারের কাছ থেকেও।
তুষার-আজিজই শুধু নন, আজ শারজায় আসা অধিকাংশ বাংলাদেশি দর্শকদের কাছ থেকে একই উত্তর মিলবে। তাঁদের একটাই চাওয়া, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ উজ্জ্বল করবে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা। আবেগের একটা বিষয় তো আছেই, বাংলাদেশি দর্শকেরা আজ বিশেষ আত্মবিশ্বাসী হচ্ছে আরেকটি কারণে। তাঁরা মনে করেন, সাকিব আল হাসানের নেতৃত্বে এই বাংলাদেশ দারুণ খেলবে।
এশিয়া কাপ অভিযানের শুরুতেই ভাগ্যের ছোঁয়া পেয়েছেন সাকিব। টস জিতে নিয়েছেন ব্যাটিং। সাকিব টস জিততেই গর্জন উঠেছে প্রায় ভরে ওঠা শারজার গ্যালারি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলে আজ মূল্যবান কর্মঘণ্টা ছেড়ে খেলা দেখতে আসাটা স্বার্থকই হবে তাঁদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫