নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আজ খেলতে পারেননি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্ততি ম্যাচে। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশের প্রস্তুতি পর্বের শুরুটা হয়েছে দুর্দান্ত। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
২৬৪ রানের লক্ষ্যে আজ বেশ সাবলীল শুরুই করেছেন দুই ওপেনার তামিম ও লিটন। প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৫৪ রান। এরপর সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলেছেন দুই ওপেনার। ৩৯ বলে ফিফটি করেছেন লিটন। লিটনের পাশাপাশি ফিফটি করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের ফিফটি করতে লেগেছে ৫৩ বল। উদ্বোধনী জুটিতে ১৩১ রান যোগ করেছেন এই দুই ব্যাটার। লিটনকে আউট করে জুটি ভেঙেছেন দুশান হেমন্ত। ২১তম ওভারের চতুর্থ বলে হেমন্তকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে মাথিসা পাথিরানার তালুবন্দী হয়েছেন লিটন। ৫৬ বলে ১০ চারে ৬১ রান করেছেন লিটন।
লিটনের পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে নিয়ে তামিমও বেশ সাবলীলভাবে খেলেছেন। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি করে ফেলবেন তামিম। তবে সেঞ্চুরির কাছাকাছি এসে আউট হয়েছেন তিনি। ২৮তম ওভারের শেষ বলে লাহিরু কুমারাকে তুলে মারতে গিয়েছিলেন তামিম। মিড অফে লাফ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন চারিথ আসালাঙ্কা। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন তামিম। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় উইকেটে মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। ১৮৩ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। ২৯তম ওভারের চতুর্থ বলে দুনিথ ভেল্লালাগেকে এগিয়ে খেলতে যান হৃদয়। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
তামিম, হৃদয়ের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৮.৪ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েছেন মিরাজ-মুশফিক। ৪২ ওভারেই বাংলাদেশ নিশ্চিত করে ৭ উইকেটের বিশাল জয়। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন মিরাজ। বাংলাদেশের ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আর মুশফিক ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থেকেছেন। লঙ্কান বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন কুমারা, ভেল্লালাগে ও হেমন্ত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। মূলত তারা হারিয়েছে ৯ উইকেট, যেখানে কুশল পেরেরা ২৪ বলে ৩৪ রান করে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। লঙ্কান এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৪ চার। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন পাথুম নিশাঙ্কা। ৬৪ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নিয়েছেন মিরাজ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আজ খেলতে পারেননি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্ততি ম্যাচে। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশের প্রস্তুতি পর্বের শুরুটা হয়েছে দুর্দান্ত। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
২৬৪ রানের লক্ষ্যে আজ বেশ সাবলীল শুরুই করেছেন দুই ওপেনার তামিম ও লিটন। প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৫৪ রান। এরপর সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলেছেন দুই ওপেনার। ৩৯ বলে ফিফটি করেছেন লিটন। লিটনের পাশাপাশি ফিফটি করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের ফিফটি করতে লেগেছে ৫৩ বল। উদ্বোধনী জুটিতে ১৩১ রান যোগ করেছেন এই দুই ব্যাটার। লিটনকে আউট করে জুটি ভেঙেছেন দুশান হেমন্ত। ২১তম ওভারের চতুর্থ বলে হেমন্তকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে মাথিসা পাথিরানার তালুবন্দী হয়েছেন লিটন। ৫৬ বলে ১০ চারে ৬১ রান করেছেন লিটন।
লিটনের পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে নিয়ে তামিমও বেশ সাবলীলভাবে খেলেছেন। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি করে ফেলবেন তামিম। তবে সেঞ্চুরির কাছাকাছি এসে আউট হয়েছেন তিনি। ২৮তম ওভারের শেষ বলে লাহিরু কুমারাকে তুলে মারতে গিয়েছিলেন তামিম। মিড অফে লাফ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন চারিথ আসালাঙ্কা। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন তামিম। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় উইকেটে মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। ১৮৩ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। ২৯তম ওভারের চতুর্থ বলে দুনিথ ভেল্লালাগেকে এগিয়ে খেলতে যান হৃদয়। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
তামিম, হৃদয়ের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৮.৪ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েছেন মিরাজ-মুশফিক। ৪২ ওভারেই বাংলাদেশ নিশ্চিত করে ৭ উইকেটের বিশাল জয়। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন মিরাজ। বাংলাদেশের ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আর মুশফিক ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থেকেছেন। লঙ্কান বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন কুমারা, ভেল্লালাগে ও হেমন্ত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। মূলত তারা হারিয়েছে ৯ উইকেট, যেখানে কুশল পেরেরা ২৪ বলে ৩৪ রান করে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। লঙ্কান এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৪ চার। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন পাথুম নিশাঙ্কা। ৬৪ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নিয়েছেন মিরাজ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫