ক্রীড়া ডেস্ক
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে, আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
সময়ের সঙ্গে সঙ্গে শারজায় গত রাতে বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি রোমাঞ্চ ছড়িয়েছে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৪ বলে আমিরাতের দরকার ছিল ৪ রান। শেষ ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচের পাল্লা তখন আবার হেলে পড়ে বাংলাদেশের দিকে। ২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১ বল হাতে রেখে ২ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যেকোনো হারই হজম করা কঠিন।’
প্রথম টি-টোয়েন্টির মতো গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আমিরাত আগে বোলিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০৫ রান। তানজিদ হাসান তামিমের ফিফটি (৩৩ বলে ৫৯) ও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসেই ২০০ পেরোয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আমিরাত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে। ২০০-এর বেশি রান তাড়া করে জিততে এমন উদ্বোধনী জুটি দারুণ অবদান রেখেছে।
লিটনের মতে, উইকেটটা দ্বিতীয় ইনিংসের সময় অনেক বেশি ব্যাটিংবান্ধব হয়ে পড়ে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। তাদের ব্যাটিংয়ের সময় উইকেটটা খুব ভালো ছিল। তারা শিশিরের সুবিধা পেয়েছে। এমন ছোট মাঠে খেলার সময় যখন শিশির প্রভাবক হিসেবে কাজ করবে, তখন বোলারদের হিসেব করে কাজ করতে হয়।’
বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির ভেন্যুও শারজা।
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে, আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
সময়ের সঙ্গে সঙ্গে শারজায় গত রাতে বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি রোমাঞ্চ ছড়িয়েছে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৪ বলে আমিরাতের দরকার ছিল ৪ রান। শেষ ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচের পাল্লা তখন আবার হেলে পড়ে বাংলাদেশের দিকে। ২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১ বল হাতে রেখে ২ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যেকোনো হারই হজম করা কঠিন।’
প্রথম টি-টোয়েন্টির মতো গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আমিরাত আগে বোলিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০৫ রান। তানজিদ হাসান তামিমের ফিফটি (৩৩ বলে ৫৯) ও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসেই ২০০ পেরোয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আমিরাত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে। ২০০-এর বেশি রান তাড়া করে জিততে এমন উদ্বোধনী জুটি দারুণ অবদান রেখেছে।
লিটনের মতে, উইকেটটা দ্বিতীয় ইনিংসের সময় অনেক বেশি ব্যাটিংবান্ধব হয়ে পড়ে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। তাদের ব্যাটিংয়ের সময় উইকেটটা খুব ভালো ছিল। তারা শিশিরের সুবিধা পেয়েছে। এমন ছোট মাঠে খেলার সময় যখন শিশির প্রভাবক হিসেবে কাজ করবে, তখন বোলারদের হিসেব করে কাজ করতে হয়।’
বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির ভেন্যুও শারজা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫