নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। বাংলাদেশ সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে জিতেছে কেবল একটিতে।
লিটনের নেতৃত্বে আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পরও সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই সিরিজের ব্যর্থতা থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ পাকিস্তান সিরিজ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে লিটন বেশ আশাবাদী হয়েই বলেছিলেন, ‘ফল নয়, প্রক্রিয়াটা ঠিক রেখে ভালো ক্রিকেট খেলতে চাই।’ কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিটেফোঁটাও দেখাতে পারল না লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ। বরং এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলে আলো ছড়িয়েছেন হাসান আলী।
বাংলাদেশ ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসান সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। ঠিক এক বছর পর ফিরে গত রাতে বাংলাদেশের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই পাঁচ ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে প্রথমবার নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে নিয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘অনেকেই বলছেন, ২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে। সে এর আগে কঠোর পরিশ্রম করেছে। রমজান মাসে রোজা ভাঙার পর রাত ১১-১২টা পর্যন্ত পরিশ্রম করেছে। আমি তার জন্য অনেক খুশি। আজ (গত রাতে) তার সব পরিশ্রম কাজে দিয়েছে। সে পিএসএলে যেভাবে বোলিং করেছে এবং আজকে যেভাবে করল, সেজন্য অনেক খুশি।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসেন হাসান। পাকিস্তানি এই পেসার বলেন, ‘জয় তো জয়ই। জিতলে ভালো লাগে। হারলে তো অনেক সমালোচনা হয়। দাপট দেখিয়ে আমরা জিততে পেরেছি। যুক্তরাষ্ট্রের কাছে আমরা হেরেছিলাম। জিতলে অনেকে বলতেন যে ছোট দলের সঙ্গে জিতেছ। এমন অনেক কথা তখন শোনা যেত। তাই জয় তো জয়ই।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্ব এবারই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত না থাকায় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেবার উইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাঁচ মাস পর তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ চলছে উল্টো রথে। লাহোরে গত রাতে ম্যাচ হারের পর লিটন বলেন, ‘আমার মতে ক্রিকেট কেবল প্র্যাকটিসের খেলা নয়। মানসিকভাবে খেলার ধরনটা বুঝতে হবে এবং সেটা মাঠে প্রয়োগ করতে হবে। ক্রিকেট মানে শেখা, ভাবা, প্রয়োগ করা—শুধু নেটে সময় দিলেই হবে না।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। বাংলাদেশ সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে জিতেছে কেবল একটিতে।
লিটনের নেতৃত্বে আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পরও সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই সিরিজের ব্যর্থতা থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ পাকিস্তান সিরিজ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে লিটন বেশ আশাবাদী হয়েই বলেছিলেন, ‘ফল নয়, প্রক্রিয়াটা ঠিক রেখে ভালো ক্রিকেট খেলতে চাই।’ কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিটেফোঁটাও দেখাতে পারল না লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ। বরং এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলে আলো ছড়িয়েছেন হাসান আলী।
বাংলাদেশ ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসান সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। ঠিক এক বছর পর ফিরে গত রাতে বাংলাদেশের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই পাঁচ ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে প্রথমবার নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে নিয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘অনেকেই বলছেন, ২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে। সে এর আগে কঠোর পরিশ্রম করেছে। রমজান মাসে রোজা ভাঙার পর রাত ১১-১২টা পর্যন্ত পরিশ্রম করেছে। আমি তার জন্য অনেক খুশি। আজ (গত রাতে) তার সব পরিশ্রম কাজে দিয়েছে। সে পিএসএলে যেভাবে বোলিং করেছে এবং আজকে যেভাবে করল, সেজন্য অনেক খুশি।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসেন হাসান। পাকিস্তানি এই পেসার বলেন, ‘জয় তো জয়ই। জিতলে ভালো লাগে। হারলে তো অনেক সমালোচনা হয়। দাপট দেখিয়ে আমরা জিততে পেরেছি। যুক্তরাষ্ট্রের কাছে আমরা হেরেছিলাম। জিতলে অনেকে বলতেন যে ছোট দলের সঙ্গে জিতেছ। এমন অনেক কথা তখন শোনা যেত। তাই জয় তো জয়ই।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্ব এবারই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত না থাকায় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেবার উইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাঁচ মাস পর তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ চলছে উল্টো রথে। লাহোরে গত রাতে ম্যাচ হারের পর লিটন বলেন, ‘আমার মতে ক্রিকেট কেবল প্র্যাকটিসের খেলা নয়। মানসিকভাবে খেলার ধরনটা বুঝতে হবে এবং সেটা মাঠে প্রয়োগ করতে হবে। ক্রিকেট মানে শেখা, ভাবা, প্রয়োগ করা—শুধু নেটে সময় দিলেই হবে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে