টেস্টে প্রথমবার অধিনায়ক হয়েই বাজিমাত করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব—সব দিক থেকেই শান্ত ছিলেন অসাধারণ। সিলেটে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে শান্ত যে এখানেই থামতে চান না। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের লক্ষ্য এখন আরও বড়।
সাকিব আল হাসান না খেলায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও সেটার চাপ শান্তকে দেখে মনেই হয়নি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অধিনায়কত্বের অভিষেকে প্রথম সেঞ্চুরিয়ানও হয়ে গেলেন তিনি। দুই ইনিংস মিলে সিলেট টেস্টে করেন ১৪২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বোলারদের কাজে লাগিয়েছেন দারুণভাবে। তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজরা অধিনায়ক শান্তর আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ডের ২০ উইকেটের ১৮ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল নিয়েছেন ১০ উইকেট, ৩টি করে উইকেট নিয়েছেন নাঈম ও মুমিনুল আর ২ উইকেট নিয়েছেন মিরাজ।
সিলেট পর্ব শেষে এরপর শুরু হবে ঢাকা পর্ব। মিরপুরে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুরে জিতলেই বাংলাদেশ টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের কীর্তি গড়বে। শান্তর কথায়ও তা ফুটে উঠেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সব খেলোয়াড়কে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তাইজুল, নাঈম, শরীফুল, মেহেদী হাসান মিরাজ—-প্রত্যেকেই ম্যাচটা উপভোগ করেছে। আমরা ফল নিয়ে বেশি ভাবিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। অর্ধেক কাজ শেষ হয়েছে। প্রত্যেকেই পরের টেস্ট খেলতে মুখিয়ে আছে।’
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শান্ত ও মুমিনুল হক। এ ছাড়া ২০ থেকে ২৯-এর ঘরে আউট হয়েছেন মিরাজ, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান। সেট হয়ে ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার ব্যর্থতার কথাও বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান বা তার বেশি রান যোগ করতে পারতাম। পরের ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে, তাহলে ভালো হবে।’
টেস্টে প্রথমবার অধিনায়ক হয়েই বাজিমাত করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব—সব দিক থেকেই শান্ত ছিলেন অসাধারণ। সিলেটে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে শান্ত যে এখানেই থামতে চান না। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের লক্ষ্য এখন আরও বড়।
সাকিব আল হাসান না খেলায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও সেটার চাপ শান্তকে দেখে মনেই হয়নি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অধিনায়কত্বের অভিষেকে প্রথম সেঞ্চুরিয়ানও হয়ে গেলেন তিনি। দুই ইনিংস মিলে সিলেট টেস্টে করেন ১৪২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বোলারদের কাজে লাগিয়েছেন দারুণভাবে। তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজরা অধিনায়ক শান্তর আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ডের ২০ উইকেটের ১৮ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল নিয়েছেন ১০ উইকেট, ৩টি করে উইকেট নিয়েছেন নাঈম ও মুমিনুল আর ২ উইকেট নিয়েছেন মিরাজ।
সিলেট পর্ব শেষে এরপর শুরু হবে ঢাকা পর্ব। মিরপুরে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুরে জিতলেই বাংলাদেশ টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের কীর্তি গড়বে। শান্তর কথায়ও তা ফুটে উঠেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সব খেলোয়াড়কে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তাইজুল, নাঈম, শরীফুল, মেহেদী হাসান মিরাজ—-প্রত্যেকেই ম্যাচটা উপভোগ করেছে। আমরা ফল নিয়ে বেশি ভাবিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। অর্ধেক কাজ শেষ হয়েছে। প্রত্যেকেই পরের টেস্ট খেলতে মুখিয়ে আছে।’
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শান্ত ও মুমিনুল হক। এ ছাড়া ২০ থেকে ২৯-এর ঘরে আউট হয়েছেন মিরাজ, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান। সেট হয়ে ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার ব্যর্থতার কথাও বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান বা তার বেশি রান যোগ করতে পারতাম। পরের ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে, তাহলে ভালো হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫