অনলাইন ডেস্ক
দুপুরে জানতে পারলেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি। ঠিক তার কয়েক ঘণ্টা পরই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাণ্ডব চালালেন লিটন দাস। ম্যাচ শেষে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে যখন প্রশ্ন এল, লিটন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাংবাদিকদের দিকে বল ঠেলে দিলেন তিনি।
দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে গত রাতে সেঞ্চুরি তুলে নিলেন লিটন।স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর নেই কোনো বুনো উদযাপন। স্বাভাবিকভাবে হেলমেটটা উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে মেরেছেন ৯ ছক্কা ও ১০ চার। উইকেটের চারপাশে খেলেছেন তিনি। রাজশাহীর বোলাররা অসহায়ের মতো লিটনের তাণ্ডব দেখেছেন। এমন এক সময়ে খেললেন, যতক্ষণে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা হয়ে গেছে। তবে লিটন জানিয়েছেন, আইসিসির ইভেন্ট থেকে বাদ পড়া নয়। বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘চ্যাম্পিয়নস ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নাই। সেটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এত দিন করতে পারছিলাম না। সেজন্য মন খারাপ ছিল।’
সাদা বলের ক্রিকেটে অফফর্ম ও আউট হওয়ার ধরন দেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে লিটন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে পারফরম্যান্সের কারণে লিটনের একের পর এক বিব্রতকর রেকর্ডে নামও উঠছিল। সেকারণে প্রায় সময়ই তিনি খবরের শিরোনাম হয়ে থাকেন। সেই লিটন ১২৫ রান করে হয়েছেন ম্যাচসেরা। তাসকিন আহমেদের এক ইয়র্কার থার্ড ম্যান দিয়ে চারও মেরেছেন। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে তাই বারবার যখন প্রশ্ন এল, তখন বাংলাদেশের এই ক্রিকেটার বলেন,‘কী কারণে রাখা হয়নি, এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি। আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’
এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি লিটনের। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম চার ম্যাচে করেন ৪২ রান। পঞ্চম ম্যাচে ঢাকার একাদশ থেকেই বাদ পড়েন। এরপর ৭৩ ও ১২৫ রানের দুটি ইনিংস খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ৬ ইনিংসে ৪৮ গড় ও ১৬৪.৩৮ স্ট্রাইকরেটে করেছেন ২৪০ রান। ছন্দে ফেরা লিটন বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। ক্যারিয়ারে একটা ভালো ইনিংস হয়তো খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গুছাতে হবে। পরিশ্রম করব। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন:
দুপুরে জানতে পারলেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি। ঠিক তার কয়েক ঘণ্টা পরই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাণ্ডব চালালেন লিটন দাস। ম্যাচ শেষে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে যখন প্রশ্ন এল, লিটন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাংবাদিকদের দিকে বল ঠেলে দিলেন তিনি।
দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে গত রাতে সেঞ্চুরি তুলে নিলেন লিটন।স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর নেই কোনো বুনো উদযাপন। স্বাভাবিকভাবে হেলমেটটা উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে মেরেছেন ৯ ছক্কা ও ১০ চার। উইকেটের চারপাশে খেলেছেন তিনি। রাজশাহীর বোলাররা অসহায়ের মতো লিটনের তাণ্ডব দেখেছেন। এমন এক সময়ে খেললেন, যতক্ষণে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা হয়ে গেছে। তবে লিটন জানিয়েছেন, আইসিসির ইভেন্ট থেকে বাদ পড়া নয়। বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘চ্যাম্পিয়নস ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নাই। সেটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এত দিন করতে পারছিলাম না। সেজন্য মন খারাপ ছিল।’
সাদা বলের ক্রিকেটে অফফর্ম ও আউট হওয়ার ধরন দেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে লিটন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে পারফরম্যান্সের কারণে লিটনের একের পর এক বিব্রতকর রেকর্ডে নামও উঠছিল। সেকারণে প্রায় সময়ই তিনি খবরের শিরোনাম হয়ে থাকেন। সেই লিটন ১২৫ রান করে হয়েছেন ম্যাচসেরা। তাসকিন আহমেদের এক ইয়র্কার থার্ড ম্যান দিয়ে চারও মেরেছেন। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে তাই বারবার যখন প্রশ্ন এল, তখন বাংলাদেশের এই ক্রিকেটার বলেন,‘কী কারণে রাখা হয়নি, এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি। আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’
এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি লিটনের। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম চার ম্যাচে করেন ৪২ রান। পঞ্চম ম্যাচে ঢাকার একাদশ থেকেই বাদ পড়েন। এরপর ৭৩ ও ১২৫ রানের দুটি ইনিংস খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ৬ ইনিংসে ৪৮ গড় ও ১৬৪.৩৮ স্ট্রাইকরেটে করেছেন ২৪০ রান। ছন্দে ফেরা লিটন বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। ক্যারিয়ারে একটা ভালো ইনিংস হয়তো খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গুছাতে হবে। পরিশ্রম করব। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে