নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা সময় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির কোনো কিছুই যেন বাদ রাখেননি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল, এশিয়া কাপে তা দেখানোর সময়। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য সর্ব প্রস্তুতির দলকে নিয়ে আশাবাদী। আজ টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ।
পুরোনো দায়িত্ব নতুন মোড়কে পেলেন সাকিব। ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার তারুণ্যনির্ভর বাংলাদেশ কেমন করবে, সেটাই ছিল প্রশ্ন। নিজের দল নিয়ে আশাবাদী সাকিব বললেন, ‘কোচ যেটা বলল, ভালো প্রস্তুতি হয়েছে। আমি যত দূর জেনেছি, খোঁজ-খবর নিয়েছি, সবাই ভালো প্রস্তুত অবস্থায় আছে। অনাকাঙ্ক্ষিতভাবে ইবাদত আমাদের দলের অংশ হতে পারছে না, ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সে জায়গা থেকে আমাদের জন্য একটু ধাক্কা। তার পরও আমি বলব, যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের স্কোয়াড আছে, আমর কাছে মনে হয় আমরা অনেক দূর যেতে পারব।’
তবে এর জন্য প্রথম রাউন্ড এবং ম্যাচ ধরে এগোতে চান সাকিবেরা। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের চিন্তা করতে হবে, প্রথম দুটি ম্যাচ খেলতে হবে, আমাদের কোয়ালিফাই করতে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব চিন্তা করছি। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করব। ওইভাবে প্রস্তুতি নেব এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, সব ম্যাচ জেতার চেষ্টা করব।’
এশিয়া কাপের সর্বশেষ টুর্নামেন্টে প্রথম রাউন্ড উতরাতে পারেনি বাংলাদেশ। এবারও গ্রুপে পর্বে তারা খেলবে গতবারের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
লম্বা সময় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির কোনো কিছুই যেন বাদ রাখেননি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল, এশিয়া কাপে তা দেখানোর সময়। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য সর্ব প্রস্তুতির দলকে নিয়ে আশাবাদী। আজ টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ।
পুরোনো দায়িত্ব নতুন মোড়কে পেলেন সাকিব। ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার তারুণ্যনির্ভর বাংলাদেশ কেমন করবে, সেটাই ছিল প্রশ্ন। নিজের দল নিয়ে আশাবাদী সাকিব বললেন, ‘কোচ যেটা বলল, ভালো প্রস্তুতি হয়েছে। আমি যত দূর জেনেছি, খোঁজ-খবর নিয়েছি, সবাই ভালো প্রস্তুত অবস্থায় আছে। অনাকাঙ্ক্ষিতভাবে ইবাদত আমাদের দলের অংশ হতে পারছে না, ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সে জায়গা থেকে আমাদের জন্য একটু ধাক্কা। তার পরও আমি বলব, যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের স্কোয়াড আছে, আমর কাছে মনে হয় আমরা অনেক দূর যেতে পারব।’
তবে এর জন্য প্রথম রাউন্ড এবং ম্যাচ ধরে এগোতে চান সাকিবেরা। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের চিন্তা করতে হবে, প্রথম দুটি ম্যাচ খেলতে হবে, আমাদের কোয়ালিফাই করতে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব চিন্তা করছি। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করব। ওইভাবে প্রস্তুতি নেব এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, সব ম্যাচ জেতার চেষ্টা করব।’
এশিয়া কাপের সর্বশেষ টুর্নামেন্টে প্রথম রাউন্ড উতরাতে পারেনি বাংলাদেশ। এবারও গ্রুপে পর্বে তারা খেলবে গতবারের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫