বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি
বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে