সুনামি, টাইফুন, হারিকেন—কানপুরের গ্রিন পার্কে গতকাল কী হচ্ছিল, সেটা বুঝতে পারছিলেন না অনেকেই। কারণ চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটুনি দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের এমন ধ্বংসাত্মক ব্যাটিং মোটেই পছন্দ হয়নি সুনীল গাভাস্কারের।
কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টে প্রথম তিন দিন মিলে খেলা হয়েছিল ৩৫ ওভার। টানা দুই দিন নষ্ট হওয়ায় গতকাল চতুর্থ দিনে বিধ্বংসী ব্যাটিংয়ের ঝুঁকিটা নিয়েছে ভারত। রোহিত, যশস্বী জয়সওয়াল, কোহলিদের তাণ্ডবে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করেছে ভারত। রোহিত যখন প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেন, তখন তাঁদের লিড ৫২ রানের। সরাসরি না বললেও সমালোচনা করতে গিয়ে গাভাস্কার যেন কোহলির কথাই বোঝাতে চেয়েছেন। যেখানে কোহলি এবার ৫ নম্বরে নামলেও টেস্টে সবচেয়ে বেশি ১৪৭ ইনিংস ব্যাটিং করেছেন। চতুর্থ দিনের খেলা শেষেই জিও সিনেমায় গাভাস্কার বলেন, ‘আপনি এমন এক ব্যক্তির কথা বললেন, যে টেস্টে ৪ নম্বরে ব্যাটিং করে ৯ হাজার রানের কাছাকাছি করেছে।’ খালেদ আহমেদের শিশুতোষ ভুলে কোহলি গতকাল ২ রানে জীবন পেয়েছেন। শুরুতে বেঁচে যাওয়া ভারতীয় তারকা ব্যাটার করেছেন ৩৫ বলে ৪৭ রান। ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন কিং কোহলি। এই স্কোর করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের কীর্তি গড়েন তিনি। ভারতীয় ব্যাটারের তাতে লেগেছে ৫৯৪ ইনিংস। তাতে ভেঙেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ২৭ হাজার রান করতে খেলেছিলেন ৬২৩ ইনিংস।
বাংলাদেশের ওপর তাণ্ডব চালিয়ে গতকাল একগাদা রেকর্ড করেছে ভারত। দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই সব কটির রেকর্ড এখন ভারতের দখলে। ৫২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এখন পর্যন্ত ২৭.২ ওভারে ৪ উইকেটে ৯১ রান করেছে। টেস্টে আজ পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে মুমিনুল ও শান্তর উইকেট।
সুনামি, টাইফুন, হারিকেন—কানপুরের গ্রিন পার্কে গতকাল কী হচ্ছিল, সেটা বুঝতে পারছিলেন না অনেকেই। কারণ চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটুনি দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের এমন ধ্বংসাত্মক ব্যাটিং মোটেই পছন্দ হয়নি সুনীল গাভাস্কারের।
কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টে প্রথম তিন দিন মিলে খেলা হয়েছিল ৩৫ ওভার। টানা দুই দিন নষ্ট হওয়ায় গতকাল চতুর্থ দিনে বিধ্বংসী ব্যাটিংয়ের ঝুঁকিটা নিয়েছে ভারত। রোহিত, যশস্বী জয়সওয়াল, কোহলিদের তাণ্ডবে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করেছে ভারত। রোহিত যখন প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেন, তখন তাঁদের লিড ৫২ রানের। সরাসরি না বললেও সমালোচনা করতে গিয়ে গাভাস্কার যেন কোহলির কথাই বোঝাতে চেয়েছেন। যেখানে কোহলি এবার ৫ নম্বরে নামলেও টেস্টে সবচেয়ে বেশি ১৪৭ ইনিংস ব্যাটিং করেছেন। চতুর্থ দিনের খেলা শেষেই জিও সিনেমায় গাভাস্কার বলেন, ‘আপনি এমন এক ব্যক্তির কথা বললেন, যে টেস্টে ৪ নম্বরে ব্যাটিং করে ৯ হাজার রানের কাছাকাছি করেছে।’ খালেদ আহমেদের শিশুতোষ ভুলে কোহলি গতকাল ২ রানে জীবন পেয়েছেন। শুরুতে বেঁচে যাওয়া ভারতীয় তারকা ব্যাটার করেছেন ৩৫ বলে ৪৭ রান। ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন কিং কোহলি। এই স্কোর করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের কীর্তি গড়েন তিনি। ভারতীয় ব্যাটারের তাতে লেগেছে ৫৯৪ ইনিংস। তাতে ভেঙেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ২৭ হাজার রান করতে খেলেছিলেন ৬২৩ ইনিংস।
বাংলাদেশের ওপর তাণ্ডব চালিয়ে গতকাল একগাদা রেকর্ড করেছে ভারত। দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই সব কটির রেকর্ড এখন ভারতের দখলে। ৫২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এখন পর্যন্ত ২৭.২ ওভারে ৪ উইকেটে ৯১ রান করেছে। টেস্টে আজ পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে মুমিনুল ও শান্তর উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫