অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে রীতিমতো তুলকালাম ক্রিকেট বিশ্বে। এ ঘটনায় রীতিমতো ভিলেন হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বাংলাদেশের অলরাউন্ডারকে পাথর ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’ অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন। আবার অনেকের মতে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক যা করেছেন, ঠিক করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিবের বিপক্ষেই কথা বলেছেন। তিনি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ ডোনাল্ডের এই কথায় অসন্তুষ্ট বাংলাদেশ দল ও বিসিবি ৷ তাঁর কাছে প্রকাশ্যে দলের পলিসির বিরোধিতা করার ব্যাখ্যা চাইবে বিসিবি ৷
অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে রীতিমতো তুলকালাম ক্রিকেট বিশ্বে। এ ঘটনায় রীতিমতো ভিলেন হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বাংলাদেশের অলরাউন্ডারকে পাথর ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’ অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন। আবার অনেকের মতে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক যা করেছেন, ঠিক করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিবের বিপক্ষেই কথা বলেছেন। তিনি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ ডোনাল্ডের এই কথায় অসন্তুষ্ট বাংলাদেশ দল ও বিসিবি ৷ তাঁর কাছে প্রকাশ্যে দলের পলিসির বিরোধিতা করার ব্যাখ্যা চাইবে বিসিবি ৷
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫