নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার সেপো ইনোসেন্ট এনতুলির সঙ্গে বাংলাদেশের রিপন মন্ডলের বাকবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা। মাঠের খেলাতেও বাংলাদেশ দেখাচ্ছে দাপট। প্রথম ইনিংসে বাংলাদেশ যা করেছে, তার অর্ধেক রান তুলতেই প্রোটিয়ারা হারিয়েছে ৬ উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুরে গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ২১৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৯ ওভার। দ্বিতীয় দিনের ১৬তম ওভারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন।
এনতুলি-রিপনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। বাংলাদেশের স্কোর তখন ১০৪.১ ওভারে ৮ উইকেটে ২৯২ রান। এখান থেকে শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। যেখানে ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রিপনকে ফেরান এনতুলি। ৯ নম্বরে নেমে রিপন করেছেন ৪৩ রান। নবম উইকেট জুটিতে রিপন-মেহেদী হাসান যোগ করেন ৬০ রান।
১০ নম্বরে নামা মেহেদী ৪৪ রান করে অপরাজিত থাকেন। ১২২তম ওভারের চতুর্থ বলে নাঈম আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন আন্দিল চার্লস মোগাকানে। ১২১.৪ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। ২৯১ বলের ইনিংসে ১৪ চার মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান। দক্ষিণ আফ্রিকার মোগাকানে ও এনতুলি নিয়েছেন ৪ ও ৩ উইকেট। এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা ও ডিয়ান ফরেস্টে পেয়েছেন ২ ও ১ উইকেট।
উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মুহাম্মদ মানাক ও মিকা এল প্রিন্স যোগ করেন ৪৮ রান। ১২তম ওভারের শেষ বলে প্রিন্সকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম। দ্বিতীয় উইকেটে এরপর রোমাশান সোমা পিল্লায়কে নিয়ে ৪৮ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন মানাক। ২৩তম ওভারের চতুর্থ বলে পিল্লায়কে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদী।
পিল্লায় ফেরার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে নামে ধস। ১ উইকেটে ৯৬ রান থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৫০ রান। ৪২তম ওভারের শেষ বলে মোগাকানের উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান, তখন নামে বৃষ্টি। এখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি।
দক্ষিণ আফ্রিকার সেপো ইনোসেন্ট এনতুলির সঙ্গে বাংলাদেশের রিপন মন্ডলের বাকবিতণ্ডায় আজ উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা। মাঠের খেলাতেও বাংলাদেশ দেখাচ্ছে দাপট। প্রথম ইনিংসে বাংলাদেশ যা করেছে, তার অর্ধেক রান তুলতেই প্রোটিয়ারা হারিয়েছে ৬ উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুরে গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ২১৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৯ ওভার। দ্বিতীয় দিনের ১৬তম ওভারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন।
এনতুলি-রিপনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। বাংলাদেশের স্কোর তখন ১০৪.১ ওভারে ৮ উইকেটে ২৯২ রান। এখান থেকে শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। যেখানে ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রিপনকে ফেরান এনতুলি। ৯ নম্বরে নেমে রিপন করেছেন ৪৩ রান। নবম উইকেট জুটিতে রিপন-মেহেদী হাসান যোগ করেন ৬০ রান।
১০ নম্বরে নামা মেহেদী ৪৪ রান করে অপরাজিত থাকেন। ১২২তম ওভারের চতুর্থ বলে নাঈম আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন আন্দিল চার্লস মোগাকানে। ১২১.৪ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। ২৯১ বলের ইনিংসে ১৪ চার মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান। দক্ষিণ আফ্রিকার মোগাকানে ও এনতুলি নিয়েছেন ৪ ও ৩ উইকেট। এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা ও ডিয়ান ফরেস্টে পেয়েছেন ২ ও ১ উইকেট।
উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মুহাম্মদ মানাক ও মিকা এল প্রিন্স যোগ করেন ৪৮ রান। ১২তম ওভারের শেষ বলে প্রিন্সকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম। দ্বিতীয় উইকেটে এরপর রোমাশান সোমা পিল্লায়কে নিয়ে ৪৮ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন মানাক। ২৩তম ওভারের চতুর্থ বলে পিল্লায়কে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদী।
পিল্লায় ফেরার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে নামে ধস। ১ উইকেটে ৯৬ রান থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৫০ রান। ৪২তম ওভারের শেষ বলে মোগাকানের উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান, তখন নামে বৃষ্টি। এখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে