নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৬ নভেম্বর বিশ্বকাপের বহুল আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচে অবশ্য ম্যাচসেরা হয়েছেন সাকিব। প্রায় পাঁচ মাস পর লঙ্কানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যর্থতার পরিচয় দেন তিনি। অন্যদিকে লিটন দাস পারছেন না ব্যর্থতার চক্র থেকে বের হতে।
চট্টগ্রামে ১ উইকেটে ৫৫ রানে আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালের শুরুটা ভালো করলেও হুড়মুড়িয়ে প্রথম সেশনের শেষে স্বাগতিকেরা উইকেট হারায়। স্কোরবোর্ডে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৫ রানে রেখে বাংলাদেশ যায় মধ্যাহ্নভোজের বিরতিতে। দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও সাকিবের যেখানে হাল ধরার কথা, সেখানে তাদের পঞ্চম উইকেটের জুটিতে যোগ হয়েছে ২১ রান। হাত খুলে খেলতে গিয়ে মধ্যাহ্নভোজের পর খেলা শুরুর তাড়াতাড়িই আউট হন সাকিব। ৪৫ তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোকে গ্ল্যান্স করে ফাইন লেগ দিয়ে চার মারেন সাকিব। ঠিক তার পরের বলেই আসিথার ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে এলবিডব্লুর ফাদে পড়েন সাকিব। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২৩ বলে ১৫ রান করেছেন তিনি।
সাকিবের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪৪.২ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটন লেগ সাইডে ফ্লিক করেও রান নিতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই লিটন কাভার ড্রাইভে দারুণ চারে ইনিংস শুরু করেন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের এই ব্যাটার কিছুটা হলেও যেন আশা বাড়িয়েছিলেন এরকম শটে। তবে সেটা ছিল অতটুকুই। ৪৫ তম ওভারের পঞ্চম বলে আসিথার অফস্টাম্পের বাইরের বল খোচা দেন লিটন। শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস তা তালুবন্দী করেন। ৩ বলে ৪ রানেই শেষ লিটনের ইনিংস।
১৩০ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন শাহাদাত হোসেন দীপু। দীপু, মুমিনুল ব্যাটিং করছেন ঠান্ডা মাথায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯.৩ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। দীপু ২৩ বলে করেন ৭ রান। দীপুর সমান ৭ রান মুমিনুল করেছেন ৩১ বল খেলে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৬ নভেম্বর বিশ্বকাপের বহুল আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচে অবশ্য ম্যাচসেরা হয়েছেন সাকিব। প্রায় পাঁচ মাস পর লঙ্কানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যর্থতার পরিচয় দেন তিনি। অন্যদিকে লিটন দাস পারছেন না ব্যর্থতার চক্র থেকে বের হতে।
চট্টগ্রামে ১ উইকেটে ৫৫ রানে আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালের শুরুটা ভালো করলেও হুড়মুড়িয়ে প্রথম সেশনের শেষে স্বাগতিকেরা উইকেট হারায়। স্কোরবোর্ডে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৫ রানে রেখে বাংলাদেশ যায় মধ্যাহ্নভোজের বিরতিতে। দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও সাকিবের যেখানে হাল ধরার কথা, সেখানে তাদের পঞ্চম উইকেটের জুটিতে যোগ হয়েছে ২১ রান। হাত খুলে খেলতে গিয়ে মধ্যাহ্নভোজের পর খেলা শুরুর তাড়াতাড়িই আউট হন সাকিব। ৪৫ তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোকে গ্ল্যান্স করে ফাইন লেগ দিয়ে চার মারেন সাকিব। ঠিক তার পরের বলেই আসিথার ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে এলবিডব্লুর ফাদে পড়েন সাকিব। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২৩ বলে ১৫ রান করেছেন তিনি।
সাকিবের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪৪.২ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটন লেগ সাইডে ফ্লিক করেও রান নিতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই লিটন কাভার ড্রাইভে দারুণ চারে ইনিংস শুরু করেন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের এই ব্যাটার কিছুটা হলেও যেন আশা বাড়িয়েছিলেন এরকম শটে। তবে সেটা ছিল অতটুকুই। ৪৫ তম ওভারের পঞ্চম বলে আসিথার অফস্টাম্পের বাইরের বল খোচা দেন লিটন। শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস তা তালুবন্দী করেন। ৩ বলে ৪ রানেই শেষ লিটনের ইনিংস।
১৩০ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন শাহাদাত হোসেন দীপু। দীপু, মুমিনুল ব্যাটিং করছেন ঠান্ডা মাথায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯.৩ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। দীপু ২৩ বলে করেন ৭ রান। দীপুর সমান ৭ রান মুমিনুল করেছেন ৩১ বল খেলে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫