নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সফর সামনে রেখে কাল স্থানীয় কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই অনুশীলনে ছিলেন না বিদেশি কোচিং স্টাফরা।
নিরাপত্তার কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচরা কদিন ধরেই হোটেলবন্দী। নিজ নিজ দেশের দূতাবাসের দেওয়া সতর্কবার্তা থেকেই তাঁরা হোটেলে আটকা। বর্তমান পরিস্থিতিতে বিদেশি কোচদের মাঠে আনা কঠিন বলে একটু আগেভাগেই জাতীয় দলকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে বিসিবি।
বিদেশি কোচদের অনুপস্থিতিতে জাতীয় দলের স্কিল ক্যাম্প ঠিকঠাক পরিচালনা করা কঠিন বলে নির্ধারিত সময়ের আগে পাকিস্তানে দল পাঠানোর বিষয়টি নিয়ে বিসিবি পিসিবির সঙ্গে আলোচনা করে। পিসিবি রাজি হওয়ায় আগের সূচির চার দিন আগে শান্তদের পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। সোমবার বিকেলে পাকিস্তানে রওনা দেবেন নাজমুল হোসেন শান্তরা। দল যদি কাল রওনা দেয়, আজই পাকিস্তান সফরের দল ঘোষণা করার কথা বিসিবির। এই দলে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেই বোর্ডের কাছে দল জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির নির্বাচক প্যানেল।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে সাকিবের ১২ আগস্ট দুবাই চলে আসার কথা। দুবাইয়ে ব্যক্তিগত কিছু কাজ সেরে সেখান থেকে তিনি দলে যোগ দিতে চলে যাবেন পাকিস্তানে। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে কখনো ভাবতে হয়নি সাকিবকে। বেশির ভাগ সময় সিদ্ধান্তটা তিনিই বোর্ডকে জানিয়েছেন, কখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আর কখন খেলবেন না।
তবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এবার পাকিস্তান সিরিজে সাকিবকে দলে রাখতে গিয়ে যথেষ্ট ভাবতে হয়েছে নির্বাচকদের। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই বিষয়টি নিয়ে এত আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলে সুযোগ পাবেন কি না, এ নিয়েই যত প্রশ্ন। সাকিবকে দলে রাখা নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো পড়তে হয়নি কোনো নির্বাচক প্যানেলকেই।
বিষয়টি নিয়ে সাকিবের গুরু নাজমুল আবেদীন ফাহিম কাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নির্বাচকেরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয়, সেসব যদি সে (সাকিব) পূরণ করে, তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা না।’
সাকিবকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করে এক নির্বাচক কাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করেছেন কোটা আর মেধার বৈষম্য নিয়ে। (সাকিবের ক্ষেত্রে) আমরা মেধাকেই মূল্যায়ন করব। কে কোথায় কী রাজনীতি করে, খেলার ক্ষেত্রে সেটি বিবেচনা করলে তো কোটাকে গুরুত্ব দেওয়া হয়ে গেল! তবে তার দলে থাকার বিষয়টি বোর্ডের অনুমোদনের ব্যাপারও আছে। নির্বাচকদের জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্যই তাকে নির্বাচন করা হয়েছে।’
পাকিস্তান সফর সামনে রেখে কাল স্থানীয় কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই অনুশীলনে ছিলেন না বিদেশি কোচিং স্টাফরা।
নিরাপত্তার কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচরা কদিন ধরেই হোটেলবন্দী। নিজ নিজ দেশের দূতাবাসের দেওয়া সতর্কবার্তা থেকেই তাঁরা হোটেলে আটকা। বর্তমান পরিস্থিতিতে বিদেশি কোচদের মাঠে আনা কঠিন বলে একটু আগেভাগেই জাতীয় দলকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে বিসিবি।
বিদেশি কোচদের অনুপস্থিতিতে জাতীয় দলের স্কিল ক্যাম্প ঠিকঠাক পরিচালনা করা কঠিন বলে নির্ধারিত সময়ের আগে পাকিস্তানে দল পাঠানোর বিষয়টি নিয়ে বিসিবি পিসিবির সঙ্গে আলোচনা করে। পিসিবি রাজি হওয়ায় আগের সূচির চার দিন আগে শান্তদের পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। সোমবার বিকেলে পাকিস্তানে রওনা দেবেন নাজমুল হোসেন শান্তরা। দল যদি কাল রওনা দেয়, আজই পাকিস্তান সফরের দল ঘোষণা করার কথা বিসিবির। এই দলে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেই বোর্ডের কাছে দল জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির নির্বাচক প্যানেল।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে সাকিবের ১২ আগস্ট দুবাই চলে আসার কথা। দুবাইয়ে ব্যক্তিগত কিছু কাজ সেরে সেখান থেকে তিনি দলে যোগ দিতে চলে যাবেন পাকিস্তানে। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে কখনো ভাবতে হয়নি সাকিবকে। বেশির ভাগ সময় সিদ্ধান্তটা তিনিই বোর্ডকে জানিয়েছেন, কখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আর কখন খেলবেন না।
তবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এবার পাকিস্তান সিরিজে সাকিবকে দলে রাখতে গিয়ে যথেষ্ট ভাবতে হয়েছে নির্বাচকদের। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই বিষয়টি নিয়ে এত আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলে সুযোগ পাবেন কি না, এ নিয়েই যত প্রশ্ন। সাকিবকে দলে রাখা নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো পড়তে হয়নি কোনো নির্বাচক প্যানেলকেই।
বিষয়টি নিয়ে সাকিবের গুরু নাজমুল আবেদীন ফাহিম কাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নির্বাচকেরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয়, সেসব যদি সে (সাকিব) পূরণ করে, তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা না।’
সাকিবকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করে এক নির্বাচক কাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করেছেন কোটা আর মেধার বৈষম্য নিয়ে। (সাকিবের ক্ষেত্রে) আমরা মেধাকেই মূল্যায়ন করব। কে কোথায় কী রাজনীতি করে, খেলার ক্ষেত্রে সেটি বিবেচনা করলে তো কোটাকে গুরুত্ব দেওয়া হয়ে গেল! তবে তার দলে থাকার বিষয়টি বোর্ডের অনুমোদনের ব্যাপারও আছে। নির্বাচকদের জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্যই তাকে নির্বাচন করা হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে