বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন আলোচিত ঘটনার কারখানা! এশিয়ার দুই দলের এবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও ব্যতিক্রম নয়। বহুল আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে বাংলাদেশ-লঙ্কানদের পাল্টা উদযাপন তো রয়েছেই। দুই দলের ক্রিকেটাররা আইসিসির থেকে শাস্তিও পাচ্ছেন । যার মধ্যে এখন শাস্তি পেয়ে আলোচনায় ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা। লঙ্কান লেগস্পিনারের নিষিদ্ধের ঘটনায় আলোচনায় আসছে সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে গত পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করায় আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। ম্যাচ ফির ৫০ শতাংশের পাশাপাশি নামের পাশে যুক্ত হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে গত ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট হলো তাঁর। নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। ফলে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন (যে কোনো সংস্করণের ম্যাচের আগে)। টেস্ট দলে রাখার কারণে তাঁর নিষেধাজ্ঞা কার্যকর হবে এ সিরিজেই। যদি অবসর ভেঙে টেস্টে না ফিরতেন, তখন হাসারাঙ্গার নিষেধাজ্ঞা কার্যকর হতো টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়াই তখন বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলতে হতো লঙ্কানদের। টেস্টের দল তাই লঙ্কানরা ঘোষণা করেছে শেষ ওয়ানডের দিনই। সাত মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গাকে ফেরানো হয় তখন। অথচ ওয়ানডে সিরিজের দল লঙ্কানরা ঘোষণা করে ২০ ঘণ্টা আগে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই আম্পায়ারিং নিয়ে আচরণবিধি ভেঙে কঠোর শাস্তি পেয়েছিলেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলে টি-টোয়েন্টিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। তাঁর (হাসারাঙ্গা) অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙ্গা প্রথম দুই ম্যাচে থাকছেন না দেখেও তাঁকে দলের সঙ্গে নিয়ে আসে লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও উন্মোচন করেন হাসারাঙ্গা ৷
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হাসারাঙ্গা যতটা নিয়মিত, টেস্টে ততটা নন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে লঙ্কান লেগস্পিনার সবশেষ ম্যাচ খেলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে। ৪ টেস্টের ক্যারিয়ারে নেন ৪ উইকেট, বোলিং গড় ১০০.৭৫।
আরও পড়ুন:
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন আলোচিত ঘটনার কারখানা! এশিয়ার দুই দলের এবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও ব্যতিক্রম নয়। বহুল আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে বাংলাদেশ-লঙ্কানদের পাল্টা উদযাপন তো রয়েছেই। দুই দলের ক্রিকেটাররা আইসিসির থেকে শাস্তিও পাচ্ছেন । যার মধ্যে এখন শাস্তি পেয়ে আলোচনায় ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা। লঙ্কান লেগস্পিনারের নিষিদ্ধের ঘটনায় আলোচনায় আসছে সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে গত পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করায় আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। ম্যাচ ফির ৫০ শতাংশের পাশাপাশি নামের পাশে যুক্ত হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে গত ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট হলো তাঁর। নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। ফলে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন (যে কোনো সংস্করণের ম্যাচের আগে)। টেস্ট দলে রাখার কারণে তাঁর নিষেধাজ্ঞা কার্যকর হবে এ সিরিজেই। যদি অবসর ভেঙে টেস্টে না ফিরতেন, তখন হাসারাঙ্গার নিষেধাজ্ঞা কার্যকর হতো টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়াই তখন বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলতে হতো লঙ্কানদের। টেস্টের দল তাই লঙ্কানরা ঘোষণা করেছে শেষ ওয়ানডের দিনই। সাত মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গাকে ফেরানো হয় তখন। অথচ ওয়ানডে সিরিজের দল লঙ্কানরা ঘোষণা করে ২০ ঘণ্টা আগে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই আম্পায়ারিং নিয়ে আচরণবিধি ভেঙে কঠোর শাস্তি পেয়েছিলেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলে টি-টোয়েন্টিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। তাঁর (হাসারাঙ্গা) অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙ্গা প্রথম দুই ম্যাচে থাকছেন না দেখেও তাঁকে দলের সঙ্গে নিয়ে আসে লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও উন্মোচন করেন হাসারাঙ্গা ৷
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হাসারাঙ্গা যতটা নিয়মিত, টেস্টে ততটা নন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে লঙ্কান লেগস্পিনার সবশেষ ম্যাচ খেলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে। ৪ টেস্টের ক্যারিয়ারে নেন ৪ উইকেট, বোলিং গড় ১০০.৭৫।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫