নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ কী—প্রশ্নটা পুরোনো। গত ১১ মাসে বিপিএল–ডিপিএল খেললেও বাংলাদেশের জার্সিতে তাঁকে আর দেখা যায়নি। বাঁহাতি ওপেনারের ভবিষ্যৎ তামিমের ওপরই ছেড়ে দিচ্ছেন বিসিবি পরিচালক ও তাঁর চাচা আকরাম খান।
বিসিবির নতুন সভাপতি হওয়ার ফারুক আহমেদ মিরপুরে গত বুধবার তাঁর প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তামিমের সামনে দুটি পথই খোলা আছে (বোর্ডে আসা অথবা খেলা)। একই প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমে বলেন, ‘এখনো তো সে (তামিম) খেলছে। আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক। তবে আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই তাঁর সিদ্ধান্ত যে সে বোর্ডে আসবে না খেলবে।’
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। বিসিবিকে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েও আকরাম পরিষ্কার কিছু বলেননি, ‘এখনো কোনো আইনি নোটিশ পায়নি বিসিবি। এটা পেলে হয়তো আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।’
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর শেরেবাংলা ঘুরিয়ে দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাঁহাতি ওপেনারের উপস্থিতি নিয়েও অবশ্য নানা আলোচনা আছে।
আরও পড়ুন:
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ কী—প্রশ্নটা পুরোনো। গত ১১ মাসে বিপিএল–ডিপিএল খেললেও বাংলাদেশের জার্সিতে তাঁকে আর দেখা যায়নি। বাঁহাতি ওপেনারের ভবিষ্যৎ তামিমের ওপরই ছেড়ে দিচ্ছেন বিসিবি পরিচালক ও তাঁর চাচা আকরাম খান।
বিসিবির নতুন সভাপতি হওয়ার ফারুক আহমেদ মিরপুরে গত বুধবার তাঁর প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তামিমের সামনে দুটি পথই খোলা আছে (বোর্ডে আসা অথবা খেলা)। একই প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমে বলেন, ‘এখনো তো সে (তামিম) খেলছে। আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক। তবে আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই তাঁর সিদ্ধান্ত যে সে বোর্ডে আসবে না খেলবে।’
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। বিসিবিকে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েও আকরাম পরিষ্কার কিছু বলেননি, ‘এখনো কোনো আইনি নোটিশ পায়নি বিসিবি। এটা পেলে হয়তো আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।’
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর শেরেবাংলা ঘুরিয়ে দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাঁহাতি ওপেনারের উপস্থিতি নিয়েও অবশ্য নানা আলোচনা আছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫