যেকোনো বৈশ্বিক ক্রীড়া আসরের আগে প্রকাশ করা হয় একটি অফিশিয়াল গান, যা ‘থিম সং’ হিসেবে পরিচিত। থিম সং নির্দিষ্ট কোনো আসরকে মনে রাখার সহজতম উপায়ও।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘চার-ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই’ গানটি তো আজও মানুষের মুখে মুখে। তবে এবারের বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও দেখার পর মন খারাপ হতে পারে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আজ অফিশিয়াল গান প্রকাশ করেছে আইসিসি। তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দুপুরে একযোগে মুক্তি পায় সপ্তম আসরের জন্য তৈরি গানটি। গানের শিরোনাম ‘লিভ দ্য গেম, লাভ দ্য গেম’। কিন্তু ভিডিওর কোথাও নেই বাংলাদেশের ক্রিকেটারের উপস্থিতি! কেবল একটি অংশে গালে লাল-সবুজের পতাকায় নারী সমর্থককে দেখা গেছে।
গানটির সুর করেছেন ভারতের অমিত ত্রিবেদী। ক্যাম্পেইন ফিল্মে দেখা গেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা।
সমর্থকেরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সঙ্গে খেলছেন, উল্লাসে মেতে উঠছেন—সেসবই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে। বর্ণিল ভিডিওর সঙ্গে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করবে বিশ্বকাপের উন্মাদনা।
থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন ৪০ জন কর্মী। পোলার্ড-ম্যাক্সওয়েলরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির ওয়েবসাইটে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে এবার আসর বসছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।
২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি মহাযজ্ঞ মাঠে গড়াচ্ছে। কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা আগ্রহটা তাই একটু বেশিই।
বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও দেখুন:
যেকোনো বৈশ্বিক ক্রীড়া আসরের আগে প্রকাশ করা হয় একটি অফিশিয়াল গান, যা ‘থিম সং’ হিসেবে পরিচিত। থিম সং নির্দিষ্ট কোনো আসরকে মনে রাখার সহজতম উপায়ও।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘চার-ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই’ গানটি তো আজও মানুষের মুখে মুখে। তবে এবারের বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও দেখার পর মন খারাপ হতে পারে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আজ অফিশিয়াল গান প্রকাশ করেছে আইসিসি। তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দুপুরে একযোগে মুক্তি পায় সপ্তম আসরের জন্য তৈরি গানটি। গানের শিরোনাম ‘লিভ দ্য গেম, লাভ দ্য গেম’। কিন্তু ভিডিওর কোথাও নেই বাংলাদেশের ক্রিকেটারের উপস্থিতি! কেবল একটি অংশে গালে লাল-সবুজের পতাকায় নারী সমর্থককে দেখা গেছে।
গানটির সুর করেছেন ভারতের অমিত ত্রিবেদী। ক্যাম্পেইন ফিল্মে দেখা গেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা।
সমর্থকেরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সঙ্গে খেলছেন, উল্লাসে মেতে উঠছেন—সেসবই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে। বর্ণিল ভিডিওর সঙ্গে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করবে বিশ্বকাপের উন্মাদনা।
থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন ৪০ জন কর্মী। পোলার্ড-ম্যাক্সওয়েলরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির ওয়েবসাইটে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে এবার আসর বসছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।
২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি মহাযজ্ঞ মাঠে গড়াচ্ছে। কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা আগ্রহটা তাই একটু বেশিই।
বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও দেখুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে