সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে এরই মধ্যে খাদের কিনারায় পৌঁছে গেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইর সুখস্মৃতি সিলেটে ফেরাতে বাংলাদেশ এখন রয়েছে হাতছোঁয়া দূরত্বে। বাংলাদেশের থেকে জয় কেড়ে নিতে হলে অসম্ভব কিছু একটা করতে হবে ব্ল্যাকক্যাপসদের। সেই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন এখনো দেখছে কিউইরা।
চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করে জিতলে নিজেদের ইতিহাসে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়বে নিউজিল্যান্ড। ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৩২৪ রান তাড়া করে জিতেছিল ব্ল্যাকক্যাপসরা। ২৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার লক্ষ্যে নামা কিউইরা আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই ১১৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে। আগামীকাল পঞ্চম দিনে ৩ উইকেট হাতে নিয়ে আরও ২১৯ রান করতে হবে কিউইদের।
বিপর্যস্ত নিউজিল্যান্ডের স্বীকৃত ব্যাটারদের মধ্যে ৮৬ বলে ৪৪ রানে ব্যাটিং করছেন ড্যারিল মিচেল। মিচেলের সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন ইশ সোধি। সোধিরও টেস্টে চারটি ফিফটি আছে। মিচেল, সোধির পক্ষে অসম্ভব কিছু করা সম্ভব বলে মনে করেন এজাজ প্যাটেল। সিলেটে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার বলেন, ‘ব্যাটিংয়ে আগামীকাল অনেক কিছুই করার বাকি রয়েছে। আমাদের এখনো ড্যাজলার (মিচেল) আছে। সে (মিচেল) আজ দারুণ ব্যাটিং করছে। আমরা জানি, সোধি কতটা দারুণ ব্যাটিং করতে পারে। আগামীকাল দারুণ একটা দিন হতে যাচ্ছে। আমরা এখনো লড়ে যাব এবং দেখি কত দূর যেতে পারি।’
টেস্টে এখন পর্যন্ত ৫৪ উইকেট পেয়েছেন প্যাটেল। ৫৪ উইকেটের ৫০টিই পেয়েছেন এশিয়ান কন্ডিশনে। যার মধ্যে ২০২১ সালে ভারতের বিপক্ষে ভারতের মাঠে নিয়েছেন ১৭ উইকেট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনি। ওয়াংখেড়েতে ২২৫ রান খরচ করে নিয়েছেন ১৪ উইকেট। কানপুরে নিয়েছেন ৩ উইকেট। ভারতের উইকেটের সঙ্গে পার্থক্য প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘সত্যি বলতে আপনি যেখানে যাবেন, উইকেটে ভিন্নতা থাকবেই। ভেন্যু থেকে ভেন্যুতে উইকেটে পার্থক্য দেখা যায়। এমনকি ভারতে যখন দুই ভিন্ন ভেন্যুতে খেলেছি, তখনো দেখা গেছে একই ঘটনা। একটা আমরা কানপুরে খেলেছি, অন্যটা মুম্বাইয়ে। দুইটা পুরোপুরি আলাদা। তাই স্পিনার হিসেবে আপনাকে মাঠের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে এরই মধ্যে খাদের কিনারায় পৌঁছে গেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইর সুখস্মৃতি সিলেটে ফেরাতে বাংলাদেশ এখন রয়েছে হাতছোঁয়া দূরত্বে। বাংলাদেশের থেকে জয় কেড়ে নিতে হলে অসম্ভব কিছু একটা করতে হবে ব্ল্যাকক্যাপসদের। সেই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন এখনো দেখছে কিউইরা।
চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করে জিতলে নিজেদের ইতিহাসে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়বে নিউজিল্যান্ড। ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৩২৪ রান তাড়া করে জিতেছিল ব্ল্যাকক্যাপসরা। ২৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার লক্ষ্যে নামা কিউইরা আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই ১১৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে। আগামীকাল পঞ্চম দিনে ৩ উইকেট হাতে নিয়ে আরও ২১৯ রান করতে হবে কিউইদের।
বিপর্যস্ত নিউজিল্যান্ডের স্বীকৃত ব্যাটারদের মধ্যে ৮৬ বলে ৪৪ রানে ব্যাটিং করছেন ড্যারিল মিচেল। মিচেলের সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন ইশ সোধি। সোধিরও টেস্টে চারটি ফিফটি আছে। মিচেল, সোধির পক্ষে অসম্ভব কিছু করা সম্ভব বলে মনে করেন এজাজ প্যাটেল। সিলেটে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার বলেন, ‘ব্যাটিংয়ে আগামীকাল অনেক কিছুই করার বাকি রয়েছে। আমাদের এখনো ড্যাজলার (মিচেল) আছে। সে (মিচেল) আজ দারুণ ব্যাটিং করছে। আমরা জানি, সোধি কতটা দারুণ ব্যাটিং করতে পারে। আগামীকাল দারুণ একটা দিন হতে যাচ্ছে। আমরা এখনো লড়ে যাব এবং দেখি কত দূর যেতে পারি।’
টেস্টে এখন পর্যন্ত ৫৪ উইকেট পেয়েছেন প্যাটেল। ৫৪ উইকেটের ৫০টিই পেয়েছেন এশিয়ান কন্ডিশনে। যার মধ্যে ২০২১ সালে ভারতের বিপক্ষে ভারতের মাঠে নিয়েছেন ১৭ উইকেট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনি। ওয়াংখেড়েতে ২২৫ রান খরচ করে নিয়েছেন ১৪ উইকেট। কানপুরে নিয়েছেন ৩ উইকেট। ভারতের উইকেটের সঙ্গে পার্থক্য প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘সত্যি বলতে আপনি যেখানে যাবেন, উইকেটে ভিন্নতা থাকবেই। ভেন্যু থেকে ভেন্যুতে উইকেটে পার্থক্য দেখা যায়। এমনকি ভারতে যখন দুই ভিন্ন ভেন্যুতে খেলেছি, তখনো দেখা গেছে একই ঘটনা। একটা আমরা কানপুরে খেলেছি, অন্যটা মুম্বাইয়ে। দুইটা পুরোপুরি আলাদা। তাই স্পিনার হিসেবে আপনাকে মাঠের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫