নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে শেষ দুই টি-টোয়েন্টিই জিততে হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে লাহোরে আজ বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। মিরাজের ব্যাটিংও দারুণ কার্যকরী হতে পারে। আর পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। আর মিরাজ ফেরায় বাদ পড়েছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
বাংলাদেশের মতো পাকিস্তানও আজ তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ফখর জামান। দলে এসেছেন পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান। পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও হারিস রউফ। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। সহ-অধিনায়ক শাদাব শেষদিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ আর পাকিস্তানের জয় ১৭ ম্যাচে। আজ পাকিস্তান জিতলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে ফেলবে। লাহোরে ১ জুন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ
প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে শেষ দুই টি-টোয়েন্টিই জিততে হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে লাহোরে আজ বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। মিরাজের ব্যাটিংও দারুণ কার্যকরী হতে পারে। আর পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। আর মিরাজ ফেরায় বাদ পড়েছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
বাংলাদেশের মতো পাকিস্তানও আজ তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ফখর জামান। দলে এসেছেন পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান। পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও হারিস রউফ। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। সহ-অধিনায়ক শাদাব শেষদিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ আর পাকিস্তানের জয় ১৭ ম্যাচে। আজ পাকিস্তান জিতলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে ফেলবে। লাহোরে ১ জুন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে