নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহে যে আবারও ফিরছেন বাংলাদেশে, রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পার গত দুই মাসে এটিই ছিল দেশের ক্রিকেটে বড় গুঞ্জন। আজ হাথুরু তাঁর নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছাড়ার পর অনেকটাই নিশ্চিত হওয়া যায় বিষয়টি। বাকি ছিল বিসিবির ঘোষণা। সেটিও সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন কথা বলার পর সন্ধ্যায় বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।
এর আগে ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরু। তাঁর অধীনে ২১ টেস্টে ৬ জয়, ১১ হার ও ৪টি ড্র করে বাংলাদেশ। ৫২ ওয়ানডের মধ্যে ২৫ টিতে জয়, ২৩ পরাজয়; ২৯ টি-টোয়েন্টির মধ্যে ১০ টিতে জয় এবং ১৭টি ম্যাচে হারে বাংলাদেশ। তাঁর সময়েই বাংলাদেশ দেশের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারায়। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে হারায় টেস্টে।
সাফল্য যেমন আছে, হাথুরুকে নিয়ে সমালোচনা-বিতর্কও কম নেই দেশের ক্রিকেটে। অবশেষে আবারও হাথুরুতেই সওয়ার বিসিবি। বাংলাদেশের কোচ হয়ে উচ্ছ্বসিত হাথুরুসিংহে বলেন, ‘আবারও বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে আছি এবং তাদের সাফল্য উপভোগ করতে চাই।’
চন্ডিকা হাথুরুসিংহে যে আবারও ফিরছেন বাংলাদেশে, রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পার গত দুই মাসে এটিই ছিল দেশের ক্রিকেটে বড় গুঞ্জন। আজ হাথুরু তাঁর নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছাড়ার পর অনেকটাই নিশ্চিত হওয়া যায় বিষয়টি। বাকি ছিল বিসিবির ঘোষণা। সেটিও সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন কথা বলার পর সন্ধ্যায় বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।
এর আগে ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরু। তাঁর অধীনে ২১ টেস্টে ৬ জয়, ১১ হার ও ৪টি ড্র করে বাংলাদেশ। ৫২ ওয়ানডের মধ্যে ২৫ টিতে জয়, ২৩ পরাজয়; ২৯ টি-টোয়েন্টির মধ্যে ১০ টিতে জয় এবং ১৭টি ম্যাচে হারে বাংলাদেশ। তাঁর সময়েই বাংলাদেশ দেশের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারায়। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে হারায় টেস্টে।
সাফল্য যেমন আছে, হাথুরুকে নিয়ে সমালোচনা-বিতর্কও কম নেই দেশের ক্রিকেটে। অবশেষে আবারও হাথুরুতেই সওয়ার বিসিবি। বাংলাদেশের কোচ হয়ে উচ্ছ্বসিত হাথুরুসিংহে বলেন, ‘আবারও বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে আছি এবং তাদের সাফল্য উপভোগ করতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫