নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটাও বাংলাদেশের মতো হলো। ১৫ রানেই দুই ওপেনারের উইকেট হারায় তারা। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৪৪ রানেই ড্রেসিংরুমে ফিরল স্বাগতিকদের টপ অর্ডার।
প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তোলে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ও পাতুম নিশাঙ্কার উদ্বোধনী জুটি আর বড় হতে দেননি তাসকিন। তৃতীয় ওভারের প্রথম বলে ফুল লেংথ বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন করুণারত্নে। ৩ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
চতুর্থ ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন শরীফুল। চতুর্থ ওভারের তৃতীয় বলে শরীফুলকে কাট করতে গিয়েছিলেন নিশাঙ্কা। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে দুর্দান্তভাবে ক্যাচ ধরলেন মুশফিকুর রহিম। ১৩ বলে ১৪ রানে ফেরেন নিসাঙ্কা।
শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে সাবধানী ব্যাটিং করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাঁদের জুটি বড় হওয়ার পথে বাধা হলেন সাকিব। দুর্দান্ত আর্ম ডেলিভারিতে কুশল মেন্ডিসকে বোল্ড করলেন সাকিব। ২১ বলে ৫ রান ফিরলেন মেন্ডিস। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেটে ৪৪ রান তোলে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫৮ রান।
পাল্লেকেলে স্টেডিয়ামে সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোয় বড় স্কোরই হয়েছিল। সেটি বুঝেই হয় তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দেশে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন ব্যাটাররা, তাতে তাঁদের কাছে বড় ইনিংস ছিল প্রত্যাশা। যার সৌজন্যে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।
এর কিছুই হলো না। কোনোরকম দেড় শ পার করল বাংলাদেশ। মাতিশা পাতিরানার তোপ এবং মহীশ তিকশানার ঘূর্ণি জাদুতে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে গেছে সাকিবের দল। ব্যাটিং ব্যর্থতার দিনে এক নাজমুল হোসেন শান্তই লড়ে গেলেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তিনি পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে।
তিকশানার দারুণ এক ডেলিভারিতে ৮৯ রানে আউট হয়ে, সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন শান্ত। ১২২ বলের ইনিংসে ছিল সাতটি চারের বাউন্ডারি। বাংলাদেশের সাত ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটাও বাংলাদেশের মতো হলো। ১৫ রানেই দুই ওপেনারের উইকেট হারায় তারা। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৪৪ রানেই ড্রেসিংরুমে ফিরল স্বাগতিকদের টপ অর্ডার।
প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তোলে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ও পাতুম নিশাঙ্কার উদ্বোধনী জুটি আর বড় হতে দেননি তাসকিন। তৃতীয় ওভারের প্রথম বলে ফুল লেংথ বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন করুণারত্নে। ৩ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
চতুর্থ ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন শরীফুল। চতুর্থ ওভারের তৃতীয় বলে শরীফুলকে কাট করতে গিয়েছিলেন নিশাঙ্কা। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে দুর্দান্তভাবে ক্যাচ ধরলেন মুশফিকুর রহিম। ১৩ বলে ১৪ রানে ফেরেন নিসাঙ্কা।
শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে সাবধানী ব্যাটিং করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাঁদের জুটি বড় হওয়ার পথে বাধা হলেন সাকিব। দুর্দান্ত আর্ম ডেলিভারিতে কুশল মেন্ডিসকে বোল্ড করলেন সাকিব। ২১ বলে ৫ রান ফিরলেন মেন্ডিস। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেটে ৪৪ রান তোলে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫৮ রান।
পাল্লেকেলে স্টেডিয়ামে সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোয় বড় স্কোরই হয়েছিল। সেটি বুঝেই হয় তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দেশে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন ব্যাটাররা, তাতে তাঁদের কাছে বড় ইনিংস ছিল প্রত্যাশা। যার সৌজন্যে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।
এর কিছুই হলো না। কোনোরকম দেড় শ পার করল বাংলাদেশ। মাতিশা পাতিরানার তোপ এবং মহীশ তিকশানার ঘূর্ণি জাদুতে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে গেছে সাকিবের দল। ব্যাটিং ব্যর্থতার দিনে এক নাজমুল হোসেন শান্তই লড়ে গেলেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তিনি পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে।
তিকশানার দারুণ এক ডেলিভারিতে ৮৯ রানে আউট হয়ে, সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন শান্ত। ১২২ বলের ইনিংসে ছিল সাতটি চারের বাউন্ডারি। বাংলাদেশের সাত ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫