ভারতকে হারিয়ে ২০২০ সালে সর্বশেষ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর কোয়ার্টার ফাইনালে সেই ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে যুবাদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।
আগেরবার বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই কাল মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাঁদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।
ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার প্রদর্শনী দেখান বাংলাদেশ যুবারা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ব্যাটিংয়ে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভারতীয় বোলারদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন যুবা ব্যাটাররা। শুরুটা ওপেনার মাহফিজুল ইসলামকে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ভারতকে হারিয়ে ২০২০ সালে সর্বশেষ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর কোয়ার্টার ফাইনালে সেই ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে যুবাদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।
আগেরবার বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই কাল মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাঁদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।
ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার প্রদর্শনী দেখান বাংলাদেশ যুবারা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ব্যাটিংয়ে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভারতীয় বোলারদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন যুবা ব্যাটাররা। শুরুটা ওপেনার মাহফিজুল ইসলামকে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে